এএফসি কাপ

মালদ্বীপেই খেলতে যাবে কিংসরা

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এএফসি কাপের গ্রম্নপ পর্বে বসুন্ধরা কিংসের ভেনু্য চূড়ান্ত হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে বাংলাদেশ ও ভারতের কোনো ক্লাব স্বাগতিক হওয়ার জন্য আবেদন না করাতে অবশেষে মালদ্বীপেই হতে যাচ্ছে এএফসি কাপের 'ই' গ্রম্নপের বাকি ম্যাচগুলো। কিংসদের পরবর্তী ম্যাচটি হবে ২৩ অক্টোবর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে। মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম ও আদ্দু স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। অংশগ্রহণের জন্য এএফসি প্রতিটি সফরকারী দলকে সব মিলে প্রায় ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার সাবসিডি প্রদান করছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এএফসি কাপের গ্রম্নপ পর্বে বসুন্ধরা কিংস তাদের সর্বপ্রথম ম্যাচটি খেলেছে গত ১১ মার্চ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই এএফসি ঠিক করে যে কোনো একটি মাঝামাঝি ভেনু্যতেই হবে বাকি থাকা ম্যাচগুলো। সে জন্য তারা চিঠি দিয়ে এই গ্রম্নপের অংশগ্রহণ ক্লাবগুলোর কাছে জানতে চেয়েছিল কারা নিজেদের ঘরে ম্যাচগুলো আয়োজন করতে চায়। যদিও ভারতের চেন্নাইন সিটি এফসিও আছে গ্রম্নপ 'ই'তে। কিন্তু তারা স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে বাংলাদেশের বসুন্ধরা কিংসও স্বাগতিক হওয়ার ঝক্কি না নিয়ে বরং অনুশীলনেই বেশি মনযোগ দেওয়ার পক্ষে ছিল। শুধু মালদ্বীপই স্বাগতিক হতে আবেদন করেছিল এএফসির কাছে। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে এএফসি কাপের গ্রম্নপ 'ই'এর বাকি ম্যাচগুলো মালদ্বীপকেই আয়োজনের অনুমতি দিয়েছে এএফসি। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ''এএফসি কাপে গ্রম্নপ 'ই'তে আমাদের দেশ থেকে অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। এই খেলা উপলক্ষে সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক একটি পত্র প্রেরণ করা হয়েছিল। যেখানে তারা উলেস্নখ করেছিল যারা স্বাগতিক হতে আগ্রহী ১৭ জুলাইয়ের মধ্যে তাদের এএফসির কাছে আবেদন করতে হবে। কিন্তু বাংলাদেশ বা ভারত কেউই আবেদন করেনি। তৃতীয় যে দেশটি বাকি ছিল তারা হলো মালদ্বীপ। তাদের আবেদনের আলোকে এবং স্বাগতিক হওয়ার জন্য যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো মালদ্বীপ ফুটবল ফেডারেশন পূরণ করতে পারায় এএফসি মালদ্বীপকে স্বাগতিক হিসেবে নিশ্চিত করেছে। এবং অংশগ্রহণকারী সব দলকে চিঠি দিয়ে সেটি জানিয়ে দিয়েছে।'' সোহাগ আরও জানান, শুধু তাই নয় আরও কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়ে লিখিতভাবে উলেস্নখ করে দিয়েছে এএফসি। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক বলেছেন, 'সেখানে তারা উলেস্নখ করেছে প্রত্যেকটি দল যারা এএফসি কাপে অংশ নেবে। সেসব ভিজিটিং টিমের মালদ্বীপে আসা-যাওয়া এবং সেখানে থাকা-খাওয়ার খরচ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ সাবসিডি প্রত্যেকটি দলকে এএফসির পক্ষ থেকে দেওয়া হবে।' বাফুফের তথ্য অনুযায়ী প্রতিটি দলকে যাতায়াত বাবদ ৪০ হাজার এবং থাকা খাওয়া বাবদ ৯০ হাজার মার্কিন ডলার সাবসিডি প্রদান করবে এএফসি।