এবার দেওয়া হবে না ব্যালন ডি'অর

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ব্যক্তিগত পুরস্কারে সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয় ব্যালন ডি'অর। ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল সেই ১৯৫৬ সাল থেকে প্রতি বছর দিয়ে আসছে পুরস্কারটি। তবে ঐতিহ্যবাহী ও মর্যাদার 'সোনার বল' এবার দেওয়া হবে না। করোনাভাইরাসে ক্রীড়াঙ্গনের অনেক প্রতিযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় এবার ফ্রান্স ফুটবল ২০২০ সালে ব্যালন ডি'অর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ওয়েবসাইটে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল। ৬৪ বছরের ইতিহাসে প্রথমবার বাতিল হলো পুরস্কারটি। সংক্ষিপ্ত তালিকা থেকে ভোটের মাধ্যমে প্রতি বছর সেরা ফুটবলার বেছে নেয় ফুটবলবিষয়ক বিখ্যাত এই সাময়িকী। বিশ্বের বাছাই করা সাংবাদিকরা দিয়ে থাকেন ভোট। নির্দিষ্ট সময়কালের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত তালিকা ও ভোটিং প্রক্রিয়া চলে। তবে করোনাভাইরাসের কারণে এবার ওই সময়কালের মধ্যে ইউরোপ কিংবা বেশিরভাগ দেশেরই খেলা শেষ করা যায়নি। এছাড়া প্রতিযোগিতামূলক ফুটবলে সেরাটা দেওয়াতেও ছিল ঘাটতি। কেননা লম্বা সময় মাঠের বাইরে কাটিয়ে এসে ফিটনেস ফিরে পেতে যেমন ভুগতে হয়েছে খেলোয়াড়দের, তেমনি খেলা শুরুর পর স্বাস্থ্যঝুঁকির কারণে নিজেদের সেরাটা দেওয়াও সম্ভব হয়নি। আর এই সবদিক বিবেচনা করে ফ্রান্স ফুটবল 'বিকল' বছরে পুরস্কার দেওয়াকে নিজেদের ইতিহাসের সঙ্গে 'মানানসই' মনে করছে না।