সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
২৫ জুলাই লন্ডন যাবেন তামিম ক্রীড়া প্রতিবেদক গত মাস তিনেক ধরে পেটের ব্যথা ভোগাচ্ছে তামিম ইকবালকে। সম্প্রতি সেটি বেড়ে গেছে আগের চেয়ে। দেশে চিকিৎসক দেখিয়েও সমস্যা পুরোপুরি বোঝা যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাই ২৫ জুলাই শনিবার লন্ডন যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে কিছুদিন ধরেই নিয়মিত অনলাইনে কথা বলে পরামর্শ নিচ্ছিলেন তামিম। সংবামমাধ্যমকে দেশের সফলতম ব্যাটসম্যান জানালেন, সেই চিকিৎসকের পরামর্শেই চূড়ান্ত করেছেন লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, '৩ মাস আগে হুট করেই একদিন পেটে প্রচন্ড ব্যথা হয়। ১২ ঘণ্টার বেশি ভুগিয়েছে সেই ব্যথা। তখন ভেবেছিলাম ফুড পয়জনিং ধরনের কিছু হতে পারে। কিছু দিন পর আবার ব্যথা। এরপর গত তিন সপ্তাহে তিনবার এরকম ভয়ংকর ব্যথা হয়েছে। এতটাই প্রচন্ড ব্যথা যে শুয়ে-বসে থাকলেও শরীর কুঁকড়ে যায়।' দেশে প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষায় রোগ নির্ণয় না হওয়ায় দেশের বাইরে চিকিৎসা করাতে মনস্থির করেছেন তামিম, 'প্যাথলজিক্যাল কিছু টেস্ট এখানে করিয়েছি। কিন্তু ধরা পড়ছে না সমস্যা কোথায়। এজন্য লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলাম। তিনিই এখন বলেছেন যত দ্রম্নত সম্ভব ওখানে যেতে। ব্যাংকক বা সিঙ্গাপুর যেতে পারলে আমার জন্য সুবিধা হতো। কিন্তু এসব জায়গায় বিমান যোগাযোগ স্বাভাবিক হয়নি, বাধ্য হয়েই তাই লন্ডনে। গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা করানো বাকি, সেটি ওখানেই করাব বলে ঠিক করেছি।' বিসিবির প্রধান নির্বাহীকে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। বিসিবির চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন। এখন কেবল ভ্রমণের জন্য 'কোভিড-১৯ নেগেটিভ' ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। শনিবারের আগেই সেটি পেয়ে যাবেন বলে আশা তার। ম্যানসিটির জয় আর্সেনালের হার ক্রীড়া ডেস্ক ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন ঠেকানো কঠিনই হয়ে গেল ওয়াটফোর্ডের। মঙ্গলবার রাতে ঘরের মাঠে রাহিম স্টালিংয়ের জোড়া লক্ষ্যভেদে তাদেরকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। রাতের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বের দেখায় এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছিল তারা। এই হারে ৩৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে আর্সেনাল। নবম জয়ের স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ৩৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে ১৭তম স্থানে। লিগের প্রথম পর্বেও এই ওয়াটফোর্ডকে পেয়ে গোল উৎসব করেছিল ম্যানসিটি। জিতেছিল ৮-০ গোলে। যার ব্যতিক্রম হলো না মঙ্গলবার ম্যাচেও।