‘এইচ’ গ্রæপের হিসাব মিলবে আজ

প্রকাশ | ২৮ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৮ জুন ২০১৮, ১০:৩৯

অনলাইন ডেস্ক
এশিয়া, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা- তিন মহাদেশের তিন দলের জমজমাট এক লড়াই চলছে ‘এইচ’ গ্রæপে। দুই ম্যাচে একটি করে জয় আর ড্র করে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে আছে জাপান আর সেনেগাল। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে সম্ভাবনা টিকিয়ে রেখেছে কলম্বিয়া। আজ তাদের ভাগ্য নিষ্পত্তির রাত। টানা দুই হারে ছিটকে যাওয়া পোল্যান্ডের বিপক্ষে কেবল ড্র করলেই এশিয়ার প্রতিনিধি জাপান নিশ্চিত করে ফেলবে দ্বিতীয় রাউন্ড। সেনেগালের জন্যও একই কথা প্রযোজ্য। কলম্বিয়ার বিপক্ষে এক পয়েন্টই তাদের পৌঁছে দেবে শেষ ষোলোতে। কোনো ঝামেলা ছাড়াই শেষ ষোলোর টিকিট পেতে চাইলে কলম্বিয়াকে হারাতে হবে সেনেগালকে। তবে ড্র করেও গোল ব্যবধানে তারা উতরে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই পোল্যান্ডের কাছে জাপানের হার কামনা করতে হবে রদ্রিগেজ-ফ্যালকাওদের। সঙ্গে গোল ব্যবধান, কোন দল মোট কতটি গোল করল, কয়টি হলুদ আর লাল কাডর্ পেল- এই হিসাবগুলোও থাকবে। পয়েন্ট টেবিল (‘এইচ’ গ্রæপ) দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট জাপান ২ ১ ০ ১ ৪ সেনেগাল ২ ১ ০ ১ ৪ কলম্বিয়া ২ ১ ১ ০ ৩ পোল্যান্ড ২ ০ ২ ০ ০