ফুটবল ক্লাবের মালিক হলেন সেরেনা

প্রকাশ | ২৪ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এতদিন ন্যাশনাল উইমেন্স লিগের কোনো ক্লাব অংশ নিত না। সেই অভাব এবার পূরণ হচ্ছে সেরেনা উইলিয়ামসের কল্যাণে। কেননা এই টেনিস তারকা এবারের লিগের একটি ক্লাবের মালিকানা কিনে নিয়েছেন। তবে এই মালিকানা তার একার নয়। তার সঙ্গে রয়েছেন অস্কারজয়ী নাতালি পোর্টম্যানসহ আরও বেশ কয়েকজন। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেয়েদের ফুটবল লিগে অভিষেক হওয়ার কথা রয়েছে সেরেনার দলটির। ক্লাবের নাম বা ভেনু্য অবশ্য এখনো নির্ধারণ হয়নি। তবে মালিক পক্ষ তাদের নাম দিয়েছেন, এঞ্জেল সিটি। সেরেনা উইলিয়ামস ছাড়াও তার স্বামী রেডইটেরসহ প্রতিষ্ঠান অ্যালেক্স ওহানিয়ান ও তাদের দুই বছর বয়সি মেয়ে অলিম্পিয়াও আছেন ক্লাবের মালিকানার তালিকায়। অস্কারজয়ী নাতালে পোর্টম্যান ছাড়াও হলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছাড়া এঞ্জেল গ্রম্নপে ফুটবলার আছেন ১৪ জন। সেরেনা-নাতালির এমন উদ্যোগ অভিনব এবং ক্রীড়াজগতে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে। এ ব্যাপারে 'বস্ন্যাক সোয়ান' খ্যাত নায়িকা নাতালি বলেছেন, 'খুবই উত্তেজক পদক্ষেপ করলাম আমরা। দুর্দান্ত একটা গ্রম্নপ তৈরি করে ফেলেছি। এই প্রথম নারী-প্রধান একটি গ্রম্নপ এবং একটি পেশাদার মহিলা ফুটবল দলের মালিকানা নিয়েছি। সর্বস্তরের মানুষকে একসূত্রে বাঁধার সেরা মঞ্চ হচ্ছে খেলা। আমাদের এই উদ্যোগ খেলাধুলোয় মেয়েদের ভূমিকায় বৈপস্নবিক পরিবর্তন এনে দেওয়ার ক্ষমতা রাখে।'