ঘরের মাঠে ম্যানইউর হোঁচট

প্রকাশ | ২৪ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এফএ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা কাটতে না কাটতেই এবার লিগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ওলে গুনার সুলশারের দলকে রুখে দিয়ে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে থাকা নিশ্চিত করেছে ওয়েস্টহাম ইউনাইটেড। বুধরাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্টহামের ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। আর এই ড্রয়ের পরও ৬৩ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার তিন নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা লেস্টার সিটির বিপক্ষে আসরে নিজেদের সবশেষ ম্যাচে ড্র করলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে রেডডেভিলরা। আগের ম্যাচ হারায় বুধবার চারটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল ম্যানইউ। এমন দল নিয়ে তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত। তবে অঁতনি মার্সিয়ালের শট রুখে দেন সফরকারী গোলরক্ষক লুকাস ফাবিয়ানিস্কি। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মার্কাস র?াশফোর্ডের জোরালো শট ফিরিয়ে আরেকবার সফরকারীদের ত্রাতা পোলিশ এই গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে উল্টো গোল হজম করে রেডডেভিলরা। সফল স্পট কিকে ওয়েস্টহামকে এগিয়ে নেন মিশেল আন্তোনিও। ডি-বক্সের ভেতর পল পগবা হ্যান্ডবল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বিরতির পর ৫১তম মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান ম্যাসন গ্রিনউড। ডি-বক্সের ভেতর মার্সিয়ালের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তরুণ এই ইংলিশ ফরোয়ার্ড। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলই জাল খুঁজে পেতে একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল করতে ব্যর্থ হয় উভয় দল। তাইতো ১-১ গোলের ড্রয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।