ফিটনেস ধরে রাখতে মিরাজের ব্যস্ত সময়

প্রকাশ | ২৬ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে ফেরার অপেক্ষা যেন অসহনীয় হয়ে উঠেছে। দীর্ঘ চার মাস ধরে অবসর সময় কাটছে ক্রিকেটারদের। খেলার জন্য উন্মুখ হয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। এই সময়টায় যে যার মতো বাসায় কাজ করেছেন ফিটনেস নিয়ে। তবে কেউ কেউ বাড়ির পাশের মাঠেও সময় কাটিয়েছেন রানিংয়ে। তাদের একজন মেহেদী হাসান মিরাজ। অপেক্ষার এই সময়ে ফিটনেস ধরে রাখতে জিম ও মাঠে ব্যস্ত সময় কাটছে তরুণ অফস্পিনিং অলরাউন্ডারের। লম্বা সময় পার হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি দিয়েছে একক অনুশীলনের। বিসিবির তত্ত্বাবধানে দেশের বিভিন্ন মাঠে একক অনুশীলন করছেন ক্রিকেটাররা। প্রথমে দেশের চারটি ভেনু্যতে ৯ ক্রিকেটার অনুশীলনের জন্য নাম লেখালেও এখন সেই সংখ্যা বেড়ে ১১ জন। নতুন তালিকায় গতকাল শনিবার যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবির শনিবার পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজ জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন তিনি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে কাজী নুরুল হাসান সোহানের সঙ্গে শনিবার অনুশীলন করে মিরাজ ভিডিও বার্তায় জানিয়েছেন, দ্রম্নত খেলায় ফিরতে চান, 'লম্বা সময় পর মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। বর্তমানে যে সংকটময় পরিস্থিতি চলছে, আমি মনে করি দ্রম্নতই আমরা সেটা কাটিয়ে উঠতে পারব। আশা করি, খুব দ্রম্নত ক্রিকেটে ফিরব এবং খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে।' মাঠে ফিরে আপাতত ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ছুটি কাটানো মিরাজ মাঠে অনুশীলনের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান, 'আমি এখন ফিটনেস নিয়ে কাজ করছি। কেননা শেষ তিন মাসের মতো সময় ঘরে বসে ছিলাম। এখন একটা ভালো সুযোগ হয়েছে। এখন চেষ্টা করছি যতটুকু সম্ভব নিজের ফিটনেস ধরে রাখার জন্য। জিম, মাঠ যতটুকু ব্যবহার করা যায়, করছি।'