হঠাৎ যেন সব বদলে গেল!

প্রকাশ | ২৬ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মারিয়া শারাপোভা
সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে হঠাৎ করেই ছন্দপতন। ২০১৬ সালে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন মারিয়া শারাপোভা। কিন্তু সে বছরই তার ডোপ টেস্ট কেলেঙ্কারি যেন থামিয়ে দেয় সবকিছু। প্রথমে দুই বছর নিষিদ্ধ করা হলেও ভুল শিকার করায় পরবর্তীতে ১৫ মাসের নিষেধাজ্ঞা পান তিনি। এই বিষয়ে কথা বলেছেন রাশিয়ান এ টেনিস সুন্দরী। একটি ডকুমেন্টারিতে নিজের নিষেধাজ্ঞার সময়টার বর্ণনা দিয়েছেন শারাপোভা। বাবা-মায়ের সমর্থনে ঘুরে দাঁড়ানোর গল্পও শুনিয়েছেন তিনি। শারাপোভা বলেন, 'সেদিন সকালে (৭ মার্চ, ২০১৬) ঘুম থেকে উঠে প্রথমে মনে হলো, কোনো ম্যাচের জন্য তৈরি হচ্ছি। কিন্তু আসলে তো তা নয়। আমি জানতাম, সেদিন আমাকে সবার সামনে গিয়ে সত্যিটা বলতে হবে।' এই টেনিস তারকা আরও বলেন, 'সংবাদ সম্মেলনের পর নিজেকে শান্তিতে রাখতে ফোন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের সব মুছে দিয়েছিলাম। কারণ ছিল একটাই, নানা রকম মন্তব্য যেন শুনতে না হয়। অথচ সেদিনের আগে লোকে আমাকে নিয়ে কখন কী বলেছে তা নিয়ে মাথাই ঘামাইনি। হঠাৎ যেন সব বদলে গেল!' জীবনের এই কঠিন সময়ে নিজের বাবা-মাকে পাশে পাওয়াটা বিরাট প্রাপ্তির বলে মনে করেন শারাপোভা। তিনি বলেন, 'মা আমাকে সব সময় বলতেন যে, আর কখনো টেনিস না খেললেও আমার কিছুই হবে না। আমায় যাতে একাকিত্বের অবসাদ গ্রাস না করে সেজন্য সপ্তাহের পর সপ্তাহ মা আমার সঙ্গে এক বিছানায় ঘুমিয়েছেন।' বাবার ভূমিকা নিয়ে মারিয়া বলেন, 'সারাক্ষণ বাবাকেও পাশে পেয়েছি। তিনি আমাকে বারবার বুঝিয়েছেন, ভেঙে পড়ার মতো কিছু হয়নি। এছাড়া আমি কখনোই আমার অবস্থার জন্য অন্যদের দায়ী করিনি।'