ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব

প্রথম লেগ অনুপ্রেরণা জোগাচ্ছে রানাদের

প্রকাশ | ২৬ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা -ওয়েবসাইট
করোনার ছোবলে নীরব দেশের ক্রীড়াঙ্গন। ঘরোয়া ফুটবলে কোনো সুখবর না থাকলেও অক্টোবরে আবারও মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। আগস্টের প্রথম সপ্তাহ থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে জামাল ভুইয়াদের ক্যাম্প। দীর্ঘদিন মাঠে না থাকলেও তিনটি ম্যাচ ঘরের মাঠে। আর প্রথম লেগের ম্যাচগুলোও অনুপ্রেরণা যোগাচ্ছে তপু-রানাদের। তাই সব মিলে ভালো কিছুরই প্রত্যাশা করছেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচের মধ্যে ৪টি ইতোমধ্যে খেলেছে বাংলাদেশ। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসেনি। সব মিলিয়ে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। কিন্তু ফলাফল যাই হোক আগের ম্যাচগুলোতে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশা জাগিয়েছে। কোনো ম্যাচে জিততে জিততে হার। কোনো ম্যাচে কঠিন লড়াকু মনোভব। আর প্রায় জেতা ম্যাচে ড্র। সব মিলিয়ে প্রথম লেগটা যে ভালো খেলেছেন ইয়াসিন-রানারা সেটা বলার অপেক্ষা রাখে না। আগস্টের প্রথম সপ্তাহে ক্যাম্প। কিন্তু এখনো প্রাথমিক দলের লিস্টটা দেননি জেমি। তবে যেহেতু দলে খুব একটা পরিবর্তন আনেন না এই কোচ। তাই আশা করা যায় আগের লিস্টেই খুব একটা পার্থক্য থাকবে না। তবে যেহেতু ফুটবলারদের সবাইকে করোনা পরীক্ষায় পাস করে ক্যাম্পে নাম লেখাতে হবে। তাই নিয়মিত মুখদেরও অনেকেরই বাদ পড়ার সম্ভাবনাও থাকছে। জেমির এবারের প্রাথমিক দলে অন্ততপক্ষে ৩০ জনকে ডাকা হবে। প্রয়োজনে আরও লম্বা হতে পারে লিস্ট। তাই ফুটবলাররা নিজেদের প্রস্তুত রাখছেন দলে ডাক পাবার আশায়। জাতীয় দলে প্রায় নিয়মিত মুখ ডিফেন্ডার ইয়াসিন খান জানালেন প্রস্তুত আছেন তিনিও, 'আলস্নাহর রহমতে সুস্থ আছি। ভালো আছি। অনুশীলন চালিয়ে যাচ্ছি। ঘরের মাটিতে তিনটা ম্যাচ আছে। ওই ম্যাচগুলো নিয়ে অনেক প্রত্যাশা আমাদের। যেহেতু আগে দেশের বাইরে গিয়েও আমরা ভালো খেলেছি। তাই নিজেদের ঘরে ফলাফলটা আরও ভালো করতে পারব বলে বিশ্বাস করি।' জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাও একমত ইয়াসিনের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে যে কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছেন তা চেহারাতেই ফুটে উঠেছে। জাতীয় দলের আসন্ন ম্যাচ প্রসঙ্গে এই ফুটবলার বলেন, 'এই পরিস্থিতিতে শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও শক্ত থাকতে হবে। প্রতিটা দিন একটা নতুন প্রত্যাশা নিয়ে শুরু করি। প্রথম লেগের ম্যাচগুলোতে আমরা বেশ ভালো খেলেছিলাম। ওই ম্যাচগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে ভালো করতে চাই। যেহেতু তিনটি ম্যাচ ঘরের মাঠে আছে। অবশ্যই প্রত্যাশা থাকবে ওই ম্যাচগুলো জিতে মাঠ ছাড়ার।' আরেক নিয়মিত ডিফেন্ডার তপু বর্মণ আশা করছেন গাজীপুরের রিসোর্টে করোনার প্রভাবমুক্ত থেকেই ভালো প্রস্তুতি নিতে পারবেন তারা, 'এবার আমাদের জাতীয় দলের ক্যাম্প হবে রিসোর্টে খুব সুন্দর একটা পরিবেশে। আমার মনে হয় সেখানে কোভিড ১৯-এর প্রভাব আমাদের উপর পড়বে না। নিজেদের মাঠের ম্যাচগুলোতে পয়েন্ট অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস।' বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো প্রথমটি ৮ অক্টোবর। যেখানে জামাল ভুইয়ার দলের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ১৩ অক্টোবর কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। পরের দুই ম্যাচই ঘরের মাটিতে। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জেমির শিষ্যরা। ঘরের মাঠের তিনটি ম্যাচই হবে সিলেট জেলা স্টেডিয়ামে। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে 'ই' গ্রম্নপে।