জুভেন্টাসের ওপর চাপ বাড়াল ইন্টার

প্রকাশ | ২৭ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যানচেন্টার ইউনাইটেডের সাবেক দুই ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও অ্যালেক্স সানচেজের লক্ষ্যভেদে ইতালিয়ান সিরি'আতে দারুণ এক জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। শনিবার রাতে জেনোয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের ওপর আরও চাপ বাড়িয়ে দিয়েছে ইন্টার। ৩৬ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। যদিও এক ম্যাচ কম খেলা জুভেন্টাস ৮০ পয়েন্ট নিয়ে যথারীতি আছে তালিকার শীর্ষে। কাগজ-কলমের হিসাবে এখনো সিরি'আ জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। শনিবার রাতে জেনোয়াকে ৩-০ গোলে হারানোর পর তাদের এই শিরোপার স্বপ্ন আরও রঙিন হয়ে উঠেছে। যদিও এখনো পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রোনালদো-দিবালাদের জুভেন্টাস। এর ওপর রোববার রাতের ম্যাচে সাম্পোদরিয়ার বিপক্ষে জিতলে জুভেন্টাসের শিরোপা নিশ্চিত হয়ে যাবে। আর হারলেই শিরোপা লড়াই আরও জমে উঠবে। ইতালিয়ান সিরি'আতে এখনো ইন্টারের ম্যাচ বাকি আরও দুটি। ৭৬ পয়েন্ট নিয়ে তারা আটালান্টাকে পেছনে ফেলে উঠে এসেছে দুই নম্বর স্থানে। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। তাদের ম্যাচ বাকি আরও তিনটি। ইন্টারের শিরোপা নিশ্চিত হবে যদি তারা বাকি ম্যাচগুলো জিততে পারে, একই সঙ্গে জুভেন্টাসও তিনটি ম্যাচে যদি হেরে যায় তাহলেই। অবশ্য, জায়ান্টদের সাম্প্রতিক পরিসংখ্যানই ইন্টারের স্বপ্ন জিইয়ে রাখতে সহায়তা করছে। বিশেষ করে শেষ মুহূর্তে এসে একেবারেই নড়বড়ে হয়ে গেছে মাউরিসিও সারির দল জুভেন্টাস। সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটিতেই জয় নিতে পেরেছে। তবে ভুলে গেলে চলবে না; দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে চাইছে ইন্টার মিলান। যার প্রমাণ মিলেছে জেনোয়ার বিপক্ষের ম্যাচেও। অবনমন শঙ্কায় থাকা জেনোয়ার বিপক্ষে আলো ছড়িয়েছেন রোমেলু লুকাকু। ৩৪ মিনিটে ক্রিশ্চিয়ানো বিরাগির ক্রস থেকে হেড করে গোলটি করেন বেলজিয়ান তারকা। ৮২ মিনিটে অ্যালেক্সিস সানচেজ করেন দ্বিতীয় গোল। আর যোগ করা সময় অর্থাৎ ৯০+৩ মিনিটে তৃতীয় গোলটি করেন লুকাকু। যা ছিল তার মৌসুমের ২৩তম গোল। জেনোয়ারও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল প্রথম গোলের পর। কিন্তু ফ্রি-কিক থেকে ফিলিপ জাগেইলো ঠিকমতো লক্ষ্যে রাখতে পারেননি বল। তাইতো হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জেনোয়াকে।