চালকের আসনে ইংল্যান্ড

প্রকাশ | ২৭ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টারে ৬ উইকেট নিয়ে উচ্ছ্বসিত ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড -ওয়েবসাইট
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত শেষ টেস্টের দ্বিতীয় দিনে কেমার রোচের বিধ্বংসী বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তাতে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৬৯ রানে। রোচের বোলিংয়ের দারুণ জবাব দিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ব্রডের আগুন-ঝরানো বোলিংয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংস থামে ১৯৭ রানে। ফলে ১৭২ রানের লিড পেয়ে যায় জো রুটের দল। ব্রড ৩১ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার ররি বার্নস (৪*) ও ডম সিবলির (৯*) কল্যাণে ১৩ রান তুলে চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। এরই মধ্যে ১৮৫ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। এর আগে দিনের শুরুতে দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় নতুন বলে কাঁপিয়ে দেয় ইংলিশদের। দিকহারা দলকে ঝড়ো ব্যাটিংয়ে টানেন স্টুয়ার্ট ব্রড। পরে বোলিংয়েও রাখেন অবদান। সঙ্গে অন্যরাও এগিয়ে আসায় ম্যাচে নিয়ন্ত্রণ দৃঢ় করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। অধিনায়ক জেসন হোল্ডার ২৪ ও কিপার-ব্যাটসম্যান শেন ডাওরিচ ১০ রানে ব্যাট করছিলেন। চতুর্থ দিনে হোল্ডার (৪৬) ও ডাওরিচ ৩৭ রানে আউট হন। কর্নওয়াল ১০ রানে আউট হলে ১৯৭-এ গুটিয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৩৬৯ রান করা ইংল্যান্ড শেষ পর্যন্ত ১৭২ রানের লিড পেয়ে যায়। উইন্ডিজ ফলোঅন এড়ালেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়েছে ইংলিশ পেসারদের উইকেট টেকিং বোলিংয়ে। বিশেষ করে ব্রড ও জেমস অ্যান্ডারসনের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। আগের দিন ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙেছিল প্রথম ওভারে। শনিবার ক্যারিবিয়ানদের শুরুর জুটি ভাঙে দ্বিতীয় ওভারে। ব্রডের বলে স্স্নিপে ধরা পড়েন ক্রেইগ ব্র্যাথওয়েট। ১০ রানে জীবন পাওয়া আরেক ওপেনার জন ক্যাম্পবেল ফেরেন থিতু হয়ে। জোফরা আর্চারের বাউন্সারে গালিতে দেন সহজ ক্যাচ।