জাতীয় দলে সেরাটা দিতে চান সুমন

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়া তরুণ খেলোয়াড় মো. সুমন রেজা -ওয়েবসাইট
বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ আগামী অক্টোবরে। বাংলাদেশ দলের চার ম্যাচ সামনে রেখে রোববার প্রাথমিক দল ঘোষণা করেছেন দলের কোচ জেমি ডে। যেই দলে এবার অভিজ্ঞদের পাশাপাশি অনেক তরুণ ফুটবলার। একেবারেই নতুন মুখও আছেন চারজন। যাদের একজন সুমন রেজা। উত্তর বারিধারা ক্লাবের এ ফুটবলার জাতীয় দলে সেরাটা উপহার দিয়ে নিজেকে প্রমাণের অপেক্ষায়। সেই সঙ্গে তার মতে নিয়মিত ঘরোয়া সব লিগ চললে তার মতোই আরও অনেক তরুণ ফুটবলার নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় মো. সুমন রেজা এবার জাতীয় দলে ডাক পেয়ে বেজায় উচ্ছ্বসিত। কৃতজ্ঞতা প্রকাশ করে এই ফুটবলার বলেছেন, 'আমি জাতীয় দলে ডাক পেয়েছি। আমার পারফরম্যান্স মূল্যায়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এবং প্রধান কোচ জেমি ডে কে ধন্যবাদ।' সুমন মনে করেন নিয়মিত ঘরোয়া লিগগুলো মাঠে থাকলে সামগ্রিকভাবে উপকৃত হবে দেশের ফুটবল। তার কথায়, 'আমি মনে করি, সকল ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া উচিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতি শিগগিরই শুরু হচ্ছে; বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, অগ্রণী লিগ এবং জেলা পর্যায়ের লিগসহ অন্যান্য ঘরোয়া লিগও যত দ্রম্নত সম্ভব শুরু করা উচিত। লিগগুলো শুরু হলে, আমরা আরও খেলোয়াড় পাব এবং আমাদের জাতীয় দল উপকৃত হবে। ভালো খেলোয়াড়রা আমাদের খেলার মান বাড়িয়ে দেবে। এটা আমাদের দেশের জন্য ভালো হবে।' জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন। কিন্তু জেমির ৩৬ জনের দলটা চূড়ান্ত হবে ২৪ জনের। তাই বাদ পড়বেন অনেক ফুটবলার। সেই বাদ পড়াদের দলে থাকতে চান না সুমন। নিজের সেরাটা দিয়ে সেরা একাদশে ঠাঁই পাওয়ার প্রত্যাশা তার, 'আমার অনেক দিনের স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলা। অবশেষে আমি ফিফা-এএফসি যৌথ বাছাইপর্বের দলের জন্য মনোনীত হয়েছি। আমি সেখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।' সুমন মনে করেন নিয়মিত লিগগুলো চালিয়ে গেলে তার মতোই অনেক ফুটবলারের স্বপ্ন পূরণ হবে, 'টাঙ্গাইলে আমার মতো অনেক তরুণ ফুটবলার আছেন। তারা জেলা পর্যায়ে ফুটবলে খেলছে। তারা ঢাকা আসতে চায়, তারা দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, বিসিএল, বিপিএল খেলতে চায়। তারাও জাতীয় দলে ডাক পাওয়ার স্বপ্নও দেখে। আমি মনে করি আমরা যত বেশি খেলব, লিগ আয়োজন করব, তত বেশি তরুণ প্রতিভার খোঁজ পাব। আর এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) জন্যেও খুব ভালো হবে। কারণ প্রচুর নতুন খেলোয়াড়ের তালিকা তখন তাদের কাছে চলে আসবে।' জাতীয় দলে সুমন ছাড়া বাকি তিন নতুন মুখ হলেন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, বাংলাদেশ পুলিশ এফসির মিডফিল্ডার নাজমুল হোসেন ও ফরোয়ার্ড এমএস বাবলু। এছাড়াও এবার জেমি এমন অনেক ফুটবলারকে দলে ডেকেছেন, যারা আগে জাতীয় দলে ডাক পেলেও গত কয়েকটি দলে ঠাঁই হয়নি। তাই এবার চূড়ান্ত দলে টিকে থাকতে ভালোই লড়াই করতে হবে ফুটবলারদের।