সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
২০৩২ অলিম্পিক আয়োজনে ইচ্ছুক কাতার ক্রীড়া ডেস্ক আগামী (২০২২) ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে কাতারে। এবার ক্রীড়াক্ষেত্রে নিজেদের সক্ষমতাকে তুলে ধরতে আরও বড় পদক্ষেপ নিয়েছে দেশটি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকের ২০৩২ সালের আসর আয়োজন করতে চায় তারা। এরই মধ্যে বিডিংয়ের জন্য নিজেদের আবেদনও পাঠিয়ে দিয়েছে কাতার। আয়োজক হিসেবে অনুমতি পেলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশ বিশ্বের বৃহত্তম ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে। কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) সোমবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদর দপ্তরে অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক গেমসের ২০৩২ সংস্করণ আয়োজন করতে একটি চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছে। কিউওসির বিবৃতিতে কাতারের রাষ্ট্রপতি জোয়ান বিন হামাদ বিন খলিফার বরাত দিয়ে বলা হয়েছে, এর আগে কখনো মধ্যপ্রাচ্যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়নি। অলিম্পিকের রিংগুলো আমাদের অঞ্চলের মানুষসহ সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, ঐক্য এবং প্রত্যাশার প্রতীক। এরই মধ্যে ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজনের জন্য অত্যাধুনিক ক্রীড়া স্থাপনা এবং পরিবহণ নেটওয়ার্ক তৈরি করেছে কাতার। অলিম্পিক আয়োজনে অনুমতি পাওয়া যাবে এমন আশা প্রকাশ করে কিউওসির প্রেসিডেন্ট আল থানি বলেছেন, 'বহু বছর ধরে খেলাধুলা আমাদের দেশের উন্নয়নে প্রধান অবদান রাখছে।' তিনি আরও বলেন, 'অ্যাথলেটিক্স থেকে সাইকেল চালানো, জিমন্যাস্টিকস থেকে ফুটবল, টেনিস, ভলিবল সব খেলার ক্ষেত্রেই কাতার একটি বিশ্বমানের গন্তব্য হিসেবে খ্যাতি অর্জন করেছে। আশা করছি অলিম্পিক কমিটি আমাদের চিঠিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।'