সুজনের কাছে লেগস্পিন শিখেছেন সাব্বির!

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মূলত ব্যাটসম্যান হিসেবেই খেলেন সাব্বির রহমান। তবে দলের প্রয়োজনে মাঝে মাঝে বলও করেছেন তিনি। লেগস্পিন বোলিংয়ে বেশ কয়েকবার উইকেটও পেয়েছেন এই হার্ডহিটার। সাব্বির জানিয়েছেন, বোলিংয়ের ব্যাপারে অনেকবারই খালেদ মাহমুদ সুজনের সাহায্য পেয়েছেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নয়টি উইকেট শিকার করেছেন সাব্বির রহমান। এর মাঝে ওয়ানডে ক্রিকেটে তিন ও টি২০তে ছয়বার উইকেট শিকারের আনন্দে মেতেছেন এই লেগস্পিনার। এছাড়া শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে সাব্বিরের উইকেটসংখ্যা ৮৭টি! শুরু থেকেই একজন দক্ষ লেগ স্পিনার খুঁজে ফিরছে বাংলাদেশ দল। তবে হাতের কাছে সাব্বির রহমানকে পেলেও তাকে খুব একটা কাজে লাগাননি অধিনায়করা। এ ব্যাপারে এই লেগি মনে করেন, তিনি নিজে এই বিভাগে খুব একটা দক্ষতা দেখিয়ে অধিনায়কের আস্থা অর্জন করতে পারেননি। ফেসবুকে এক লাইভ আড্ডায় নিজের বোলিং সম্পর্কে সাব্বির বলেন, 'আসলে আমি যখন ম্যাচ খেলি তখন দলে অনেক বোলার থাকেন। ফলে অধিনায়করাও হয়তো সেভাবে আমাকে সুযোগ দিতে পারেন না। এছাড়া আমিও তেমন কিছু করতে পারিনি।' তিনি আরও বলেন, 'আমি কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে বোলিং করেছি। আমার মনে হয় আমাকে বোলিং করতে দেয়ার ক্ষেত্রে অধিনায়করা আত্মবিশ্বাস পাননি।' ব্যাটিংয়ের পাশাপাশি বর্তমানে বোলিং নিয়েও কাজ করছেন বলে জানান সাব্বির। জাতীয় দলের সাবেক মিডিয়াম পেসার খালেদ মাহমুদ সুজন তাকে এই ব্যাপারে সাহায্য করেন বলেও জানান এই ব্যাটিং অলরাউন্ডার। সাব্বির বলেন, 'আমার মনে হয় বোলিংয়ে আরেকটু নজর দেওয়া উচিত। সুজন ভাই আমাকে বোলিংয়ের ব্যাপারে অনেক সাহায্য করেছেন। তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। উনি অনেক পরামর্শ দিয়েছেন।' দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির যোগ করেন, 'আমি নিয়মিত বোলিংয়ের ভিডিও দেখি। আমি ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতে চেষ্টা করছি। এটা ভালোভাবে রপ্ত করতে পারলে আমার এবং দলের জন্য অনেক ভালো হবে।'