করোনা 'যুদ্ধ' জিতে ক্যাম্পে ফেরার লক্ষ্য

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের বেশির ভাগই করোনায় আক্রান্ত হয়েছেন -বাফুফে
বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন সুমন রেজা। অনেক স্বপ্ন নিয়ে ক্যাম্পে যোগ দিতে এসে কয়েক ঘণ্টার মধ্যে শুনতে হয় দুঃসংবাদ- করোনা পরীক্ষায় ফল 'পজিটিভ' এসেছে তার! আর ক্যাম্পেই যোগ দেওয়া হয়নি এই স্ট্রাইকারের। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে বাসায় ফিরতে হয়েছে তাকে। শুধু সুমনের একার স্বপ্ন ভাঙেনি, এই তালিকায় আছেন নতুন ডাক পাওয়া উইঙ্গার এমএস বাবলু ও মিডফিল্ডার নাজমুল ইসলামও। এছাড়া করোনা পরীক্ষায় 'পজিটিভ' হওয়া আরও ৮ অভিজ্ঞ ফুটবলারও ক্যাম্পে যোগ দেওয়ার আগেই ছিটকে পড়েছেন। তাইতো করোনা যুদ্ধ জিতে ক্যাম্পে ফিরতে চান তারা। যে ৮ অভিজ্ঞ ফুটবলারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে তারা হলেন গোলকিপার শহীদুল আলম ও আনিসুর রহমান জিকো; ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা ও বিশ্বনাথ ঘোষ; মিডফিল্ডার সোহেল রানা ও রবিউল হাসান এবং ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। আপাতত ক্যাম্প থেকে ছিটকে গেলেও তারা ভেঙে পড়েননি। করোনা 'যুদ্ধে' জয়ী হয়ে ফিরতে উন্মুখ। সুমন যেমন বলেছেন, 'আশা ছিল প্রথমবার ডাক পেয়েছি, জাতীয় দলে থেকে অনুশীলন করব। অভিজ্ঞতা অর্জন করব। নিজের সেরাটা দিয়ে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেব। কিন্তু করোনার কারণে তা হয়ে উঠল না। তবে আশা ছাড়ছি না। সুস্থ হয়ে আবারও ক্যাম্পে যোগ দিতে চাই। মনোবল ঠিক রেখে করোনার সঙ্গে যুদ্ধ করেই জিততে চাই।' ইংলিশ কোচ জেমি ডে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। সাহস জোগাচ্ছেন খেলোয়াড়দের। কোচের অনুপ্রেরণা কাজে দিচ্ছে সুমনের, 'কোচ উৎসাহ দিচ্ছেন। ভরসা দিচ্ছেন। দ্রম্নত সুস্থ হয়ে ক্যাম্পে ফেরার জন্য বলে রেখেছেন। আশা করছি দ্রম্নত সুস্থ হয়ে জাতীয় দলের অনুশীলনে ফিরতে পারব।' আরেক নতুন উইঙ্গার বাবলুও আছেন আশায়, 'করোনার সঙ্গে লড়াই করে আমাদের টিকে থাকতে হবে। আপাতত সব নিয়ম মেনে সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারলে তখন বেশি ভালো লাগবে।' অনেকদিন ধরেই জাতীয় দলে খেলছেন গোলকিপার শহীদুল আলম সোহেল। করোনা পরীক্ষায় পজিটিভ ফল দেখে তিনি অবাক, 'ঢাকার আগে চট্টগ্রামের পরীক্ষায় নেগেটিভ হয়েছিলাম। কিন্তু একদিনের মধ্যে ঢাকায় পজিটিভ ফল পেলাম। তবে হাল ছাড়ছি না। আবারও ফিরে আসব ক্যাম্পে, দ্বিগুণ উৎসাহ নিয়ে।' চোট কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। কিন্তু তার অপেক্ষা আরও বাড়াল করোনা। তবে ভেঙে পড়েননি এতটুকুও, 'অনেকদিন পর ইনজুরি কাটিয়ে পুরোদমে দলে ফেরার অপেক্ষায় ছিলাম, তবে অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। এটি আমার জন্য একটি বড় পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া ও প্রার্থনা করবেন। আমি বিশ্বাস করি, দ্রম্নতই করোনার বিরুদ্ধে যুদ্ধ শেষে আবার দলে ফিরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে পারব।'