রিয়ালকে হারিয়ে শেষ আটে ম্যানসিটি

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাফায়েল ভারানের ভুলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তাদের সমতায় ফেরালেন করিম বেনজেমা। কিন্তু তাতে শেষ রক্ষা হলো না তাদের। ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ভারানের আরেকটি ভুলে জয়সূচক গোলটি পেয়ে গেল ম্যানচেস্টার সিটি। জিনেদিন জিদানের দলকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখল তারা। শুক্রবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতেছে সিটিজেনরা। তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির দুই গোলদাতা রাহিম স্টার্লিং ও গ্যাব্রিয়েল জেসুস। যেকোনো স্কোরে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল- ম্যানসিটির সামনে ছিল এমন সহজ সমীকরণ। যদিও জিতেই শেষ আট নিশ্চিত করেছে তারা। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। তার আগে জাল খুঁজে পান রাহিম স্টার্লিং। আর রিয়ালের ব্যবধান কমান করিম বেনজেমা। সান্তিয়াগো বার্নাবু্যর প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল রিয়াল। ফিরতি লেগ ম্যানসিটির মাঠে হওয়ায় আশার প্রদীপ নিভু নিভু আলোয় জ্বলছিল। এরপরও দলটি যখন রিয়াল এবং কোচ টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিনেদিন জিদান, তখন উপসংহারে পৌঁছানো যাচ্ছিল না। কিন্তু কার্ডসংক্রান্ত ঝামেলায় অধিনায়ক সার্জিও রামোসের না থাকা যে বড্ড ভোগাবে, সেটা টের পাওয়া যাচ্ছিল স্পষ্ট। মাঠেও পড়ল সেটির পূর্ণ ছাপ। রামোসবিহীন রিয়ালের রক্ষণের ভার ছিল যার ওপর, সেই রাফায়েল ভারানের শিশুসুলভ দুই ভুলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ল মাদ্রিদের ক্লাবটি।