সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাম মোর্তজা স্বপনের সঙ্গে হামিদা বেগম বলাকা
মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত ক্রীড়া ডেস্ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পরিবারে আবারও করোনাভাইরাসের থাবা। মাশরাফি ও তার ভাই মোরসালিন করোনায় আক্রান্ত হয়ে এখন সুস্থ। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন ও মা হামিদা বেগম বলাকা। তাদের সঙ্গে পরিবারের আরও দুজনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। মাশরাফির মামি কামরুন নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মাশরাফির বাবা-মা আক্রান্ত হলেও মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল সুস্থ আছেন। গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় 'পজিটিভ' আসে মাশরাফির বাবা-মা'র। মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু বাবলু সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। বাবলু বলেছেন, 'গত বৃহস্পতিবার কাকা-কাকি করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান। তারা ছাড়াও মাশরাফির পরিবারের আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মাশরাফির ছেলেমেয়ে সুস্থ আছেন।' জানা গেছে, মাশরাফির মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাই মোরসালিনের স্ত্রী সুমাইয়া তুহা করোনায় আক্রান্ত। আক্রান্ত চারজনই নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন বাবলু। গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হক। পরবর্তীতে সাবেক অধিনায়কের ছোট ভাই ও স্ত্রী করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। জিম্বাবুয়ে-আফগানিস্তান টি২০ সিরিজ স্থগিত ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাতিল হয়ে গেল ক্রিকেটের আরেকটি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজটি আপাতত আয়োজন না করার ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এই মাসেই আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু সেখানে কোভিড-১৯ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজটি বাতিল করার সিদ্ধান্তের কথা শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জেডসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানান, 'সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে সিরিজটি আয়োজন করতে সরকারের আছে আবেদন করেছিল বোর্ড। কিন্তু মহামারিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় অনুমতি দেওয়া হয়নি। ক্রিকেট বোর্ডের পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপের অভিযোগে গত বছরের জুলাইয়ে স্থগিত করা হয়েছিল জিম্বাবুয়ের সদস্যপদ। তিন মাস পর অবশ্য তা ফিরে পায় দেশটি। সেই ধাক্কার পর এ বছর ব্যস্ততায় কাটার কথা ছিল তাদের। কিন্তু করোনাভাইরাসের ছোবলে তা আর হলো না। প্রাথমিক সূচিতে এই আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে গত জুনেই তা বাতিল হয়ে যায়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রায় ১৭ বছর পর এই মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে দলের। সেটিও স্থগিত হয়ে গেছে আগেই।