শিগগিরই দেশে ফিরছেন সাকিব

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে চলে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই সেখানে গিয়েছিলেন তিনি। গত প্রায় পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব কিছুদিনের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। জুয়াড়ির প্রস্তাব গোপনের দায়ে গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। অবশ্য, করোনাভাইরাসের কারণে টাইগার অলরাউন্ডারের নিষিদ্ধ থাকার এই সময় খুব বেশি সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ দল। শিগগিরই সাকিবের ফেরার বিষয়টি দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিবের গুরু নাজমুল আবেদীন ফাহিম। গুঞ্জন উঠেছে, আসন্ন শ্রীলংকা সফর দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও অক্টোবরের পর অনুষ্ঠিত হলে তবেই কেবল তিনি খেলতে পারবেন। অন্যথায় বাইশ গজে ফেরার জন্য সাকিবকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেশে ফেরার পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করবেন সাকিব। সেখানেই নিজেকে আবারও প্রস্তুত করবেন এই টাইগার অলরাউন্ডার।