বাংলাদেশের শ্রীলংকা সফর

সূচি চূড়ান্তের অপেক্ষায় বিসিবি

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো আরেকটু। জুলাইয়ে স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। তিন টেস্টের সঙ্গে তিনটি টি২০ ম্যাচ খেলার প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি২০ সিরিজ নিয়ে বিসিবি সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সফরের সূচি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সোমবার ভিডিও বার্তায় শ্রীলংকা সফরের অগ্রগতি তুলে ধরেন বিসিবির এ কর্মকর্তা। 'শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। যে প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্ট ম্যাচের একটি সিরিজ হবে, এর সঙ্গে আরও তিনটি টি২০ ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে। আমরা অভ্যন্তরে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। ম্যাচের সূচি এখনো চূড়ান্ত করিনি। কোন কোন সংস্করণে খেলা হবে সেটি চূড়ান্ত হয়ে গেলে সিরিজের সূচি ঠিক করব।' করোনাভাইরাসের কারণে জুলাইয়ের তিন ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে হতে যাচ্ছে অক্টোবরে। শ্রীলংকায় করোনা পরিস্থিতি ভালো থাকায় তাদের ক্রিকেট বোর্ড অনেক আগেই ক্রিকেটারদের জন্য আবাসিক প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে। সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেলে বিসিবিও ক্রিকেটারদের আবাসিক ক্যাম্পে রাখবে। তার আগে হবে করোনা পরীক্ষা। সেই মার্চের মাঝামাঝি থেকে ক্রিকেটের বাইরে আছেন খেলোয়াড়রা। বিসিবির তত্ত্বাবধানে কিছুদিন ধরে চলছে একক অনুশীলন। জাতীয় দলের সব খেলোয়াড় এখনো এর আওতায় আসেননি। নিজাম উদ্দিন জানালেন, দিনক্ষণ ঠিক হয়ে গেলেই আবাসিক ক্যাম্প আয়োজন করবেন তারা। 'সূচি চূড়ান্ত করার পর জাতীয় দলের ক্যাম্পের সময় ঠিক করব। আপাতত প্রাথমিকভাবে ঠিক করা আছে, সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলংকা সফরে গেলে এর আগে ক্যাম্প আযোজন করব। জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটি অ্যাপসের আওতায় নিয়ে আসা হয়েছে। কোভিড-১৯ ওয়েলবিং অ্যাপস। এর মাধ্যমে সরাসরি তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে আমাদের চিকিৎসা বিভাগ। যখনই ক্যাম্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, আগে ওদের আইসোলেশনে নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাব, এরপর আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে নামার আগে টাইগার ক্রিকেটাররাও যেন পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারে, সে দিকটি গুরুত্ব সহকারে দেখছে বিসিবি। এজন্য অনেকটা পিছিয়ে অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় আগ্রহ দেখিয়েছে বোর্ড। জুলাইয়ে বাংলাদেশকে শ্রীলংকার আতিথেয়তা দেওয়ার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিবি। করোনা সংক্রমণ রোধে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা। সম্প্রতি বাংলাদেশেও প্রকোপ কিছুটা কমে আসায় অন্ধকার সরিয়ে স্থগিত হয়ে যাওয়া সিরিজটি দেখতে যাচ্ছে আলোর মুখ। এদিকে শ্রীলংকা সফরে গিয়ে একদিন পরই অনুশীলনে নামতে পারবে টাইগার ক্রিকেটাররা। বিসিবি পরিচালক আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, 'যেভাবে কথাবার্তা চলছে, তাতে আগামী ২৪ অক্টোবর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর সম্ভাবনা খুব বেশি।' সে অনুযায়ীই কথাবার্তা চলছে, সফরসূচি তৈরি হচ্ছে। যদি তাই হয়, তাহলে বাংলাদেশ দল সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকা, অনুশীলন করা এবং প্র্যাকটিস ম্যাচ খেলে তারপর টেস্ট খেলার প্রশ্ন। আকরাম খান জানিয়েছেন, 'সেজন্যই আমরা চাচ্ছি অন্তত এক মাস আগে দলকে শ্রীলংকা পাঠাতে।' যেভাবে কথাবার্তা চলছে, তাতে ২০-২২ সেপ্টেম্বরের মধ্যে টাইগারদের কলম্বো যাওয়ার সম্ভাবনা খুব বেশি বলে ইঙ্গিত আকরামের। এতদিন শোনা গেছে, শ্রীলংকা গিয়ে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর অনুশীলনে নামবে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলকে শ্রীলংকা গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে না। দুই বোর্ডের মধ্যে নাকি এমন কথাই চলছে। আকরামের ব্যাখ্যা, 'দল শ্রীলংকা যাওয়ার পর যদি দুই সপ্তাহ কোয়ারেন্টিনেই কেটে যায়, তাহলে টেস্টের প্রস্তুতি নেবে কবে? আমরা দলই পাঠাতে চাচ্ছি মাসখানেক আগে। তার অর্ধেক যদি সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হয়, তাহলে তো আর টেস্টের সত্যিকার ও যথাযথ প্রস্তুতি হবে না।' তাই শ্রীলংকা গিয়ে কোয়ারেন্টিনে না থেকে এক-দুই দিন পর যাতে দল অনুশীলনে নামতে পারে, সে কথাবার্তাই চলছে। সেক্ষেত্রে দেশ ছাড়ার আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট আসা সাপেক্ষেইে ক্রিকেটারদের কলম্বগামী বিমানে ওঠানো হবে। অর্থাৎ যাদের করোনা নেগেটিভ থাকবে, তারাই যাবে শ্রীলংকা।