logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০ ১২ আশ্বিন ১৪২৭

  ক্রীড়া প্রতিবেদক   ১১ আগস্ট ২০২০, ০০:০০  

আবারও নমুনা দিয়েছেন ফুটবলাররা

করোনা পরীক্ষা

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের করোনা রিপোর্ট নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। নেগেটিভ রিপোর্ট নিয়ে ক্যাম্পে যোগ দেওয়া ফুটবলারদেরই অনেকেরই পরবর্তী পরীক্ষাতে পজিটিভ রেজাল্ট এসেছে। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে করোনা রেজাল্ট। এই সমস্যা থেকে উত্তরণে সোমবার দু'টি প্রতিষ্ঠানে একই সঙ্গে ফুটবলারসহ ৩৬ জনের স্কোয়াডের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে জানা গেছে, বুধ অথবা বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে ফলাফল।

গাজীপুরের সারা রিসোর্টে ফুটবলারদের চলমান ক্যাম্পে সোমবার দুই ঘণ্টার ব্যবধানে ৩০ ফুটবলার এবং ৬ জন অফিসিয়াল ও স্টাফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে দুই প্রতিষ্ঠান। এর মধ্যে সকাল ১০টায় আইসিডিডিবিআর,বি এবং দুপুর ১২টায় প্রভা হেলথ কেয়ার আলাদাভাবে ৩৬ জনের সবার নমুনা সংগ্রহ করেছে।

এ বিষয়ে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেছেন, 'আজ (সোমবার) আমাদের দু'টি প্রতিষ্ঠান আইসিডিডিবিআর,বি এবং প্রভা হেলথ কেয়ার আলাদাভাবে দু'টি নমুনা সংগ্রহ করেছে। আমরা প্রথমেই আইসিডিডিবিআর,বি'কে যারা নেগেটিভ ফলাফল নিয়ে এখানে এসেছে তাদের নমুনা দিয়েছি। পরে যারা আক্রান্ত আছে তাদের নমুনা সংগ্রহ করেছে। তারপরই একই রকমভাবে প্রভা তাদের কার্যক্রম শুরু করেছে। আশা করছি খুব সহসাই আমরা আমাদের রিপোর্ট হাতে পেয়ে যাব।'

ফুটবলারদের একেকবার আসছে একেক রকম করোনা ফলাফল। তবে আক্রান্তদের কারোর মধ্যেই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সবাই এখনো সুস্থ আছেন বলেই জানিয়েছেন রূপু। '৩৬ জনের মধ্যে যে খেলোয়াড় ও কর্মকর্তারা আছেন কারোরই কোনো শারীরিক সমস্যা দেখা যায়নি এখন পর্যন্ত। খেলোয়াড়দের ডাক্তারকে দিয়েও চেকআপ করিয়েছি। সবাই মোটামুটি ভালো আছে। তাদের কোনো লক্ষণ এখন পর্যন্ত পরীলক্ষিত হচ্ছে না। তারা সবাই নিজেদের শারীরিকভাবে সুস্থই ভাবছে। আশা করছি আমাদের আজকের (সোমবার) যে রিপোর্টটি আছে সেটি হাতে পেলে আমাদের পরবর্তী যে পদক্ষেপ আছে সেটি আপনাদের জানাতে পারব।'

নমুনা সংগ্রহ কার্যক্রমে কারা কারা উপস্থিত ছিলেন জানতে চাইলে রূপু বলেছেন, 'কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের যারা স্যাম্পল কালেক্ট করেন তারা ছিলেন। আমরা আমাদের ৩৬ জনের স্কোয়াডের যারা ক্যাম্পে যোগ দিয়েছে সবাই ছিল এবং ডাক্তার ছিলেন।'

জাতীয় দলের ক্যাম্পে এখন পর্যন্ত যোগ দেওয়া ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনের ফলাফল পজিটিভ এসেছে। তবে ম্যানেজার রূপুর মতোই ফুটবলার বিপলু আহমেদও জানিয়েছেন, তারা সুস্থই আছেন, 'আলহামদুলিলস্নাহ আমরা সবাই এখন আলস্নাহর রহমতে সুস্থ আছি। আমাদের মধ্যে কোনো রকমের কোনো লক্ষণ নেই। আজকে (সোমবার) আমাদের পৃথকভাবে দুইবার পরীক্ষা করা হয়েছে। আশা করছি নেগেটিভ ফলাফল নিয়ে খুবই তাড়াতাড়ি মাঠে নামব।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে