বাফুফের নির্বাচন ৩ অক্টোবর

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
গত ৩০ এপ্রিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। তার আগে ২০ এপ্রিল নির্ধারণ করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন। তবে সবকিছু ভেস্তে দেয় করোনাভাইরাস। এরপর ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন স্থগিত করা হয় অনির্দিষ্ট সময়ের জন্য। অবশেষে স্থগিত হওয়া সাধারণ সভা ও নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বাফুফে। মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভাশেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি এ তথ্য জানিয়েছেন। এছাড়াও নির্বাচনের জন্য ১৩৯ জন ডেলিগেট এবং আগামী ২০২০-২১ সালের জন্য খসড়া বাজেটও ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বাফুফের। গতকাল মঙ্গলবার বাফুফে নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এতদিন ধরে পুরানো কমিটিই দায়িত্ব পালন করে আসছিল ফিফার অনুমতি নিয়ে। তবে শর্ত ছিল করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই দ্রম্নত নির্বাচন করতে হবে। গত সোমবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুশীলন ও খেলাধুলা চালু করার। এরপর বাফুফের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দিয়েছে। সভাশেষে আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন, 'আজ আমাদের সভায় সবাই সরাসরি অংশগ্রহণ করেনি। ৫ জন জুমে ছিল (ভার্চুয়াল)। ১৩ জন ট্যাকটিক্যালি ফুটবল ফেডারেশন ভবনে এসে সভা করেছেন। সেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধা্‌ন্ত নিয়েছি।' 'সার্বিক বিবেচনায় আমরা মনে করেছি, ফিফা যেহেতু আমাদের অনুমোদন দিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন করার জন্য। আমরা মনে করেছি যে আবার চিঠি দিব। আজ নির্বাহী বোর্ড কমিটি একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। ৩ অক্টোবর শনিবার সোনারগাঁ হোটেলে আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভার আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ডেলিগেট। আমাদের ক্লাব, জেলা বিভাগ এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩৯ জন ডেলিগেট অনুমোদন দেওয়া হয়েছে। তারা (এই ১৩৯ জন) আগামী যে নির্বাচন হবে সেখানে ভোট দিতে পারবেন।' যোগ করেন সালাম মুর্শেদী। এছাড়াও করোনা পরিস্থিতিতে ফিফা থেকে অনুদান প্রাপ্তির বিষয়ে সিনিয়র সহসভাপতি বলেছেন, 'কোভিড ১৯-এর কারণে ফিফা থেকে আর্থিক অনুদান হিসেবে দেড় মিলিয়ন ডলার আমাদেরকে দেবেন। তার মধ্যে হাফ মিলিয়ন ডলার নারী ফুটবলে আর ১ মিলিয়ন ডলার আমাদের জেনারেল ফুটবল ডেভেলপম্যান্ট, ট্রেনিং, ক্লাব, জেলা, ডিভিশন ইত্যাদির জন্য। তবে এর মধ্যে প্রথম হাফ মিলিয়ন ডলার সঠিকভাবে খরচ করার পর এর পুরো বিবরণ দিয়ে যখন আমরা এএফসিতে পাঠাব তখন বাকি টাকা আসবে।' ফুটবলের আগামী বাজেট প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, 'আমাদের বাজেট করেছি ২০২০-২১ এর জন্য সেখানে ৫১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার। আমাদের ব্যয় হবে ৫২ কোটি ৩১ লাখ টাকা। আমাদের ঘাটতি আছে ৮৬ লাখ ৫০ হাজার টাকা। এভাবেই আমরা আজকের এই খসড়া বাজেট করেছি। চূড়ান্তভাবে কংগ্রেসে দিয়ে অনুমোদিত হবে।'