লুকাকুর রেকর্ড, সেমিতে ইন্টার

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা কাপ বা নাম পাল্টে হয়ে যাওয়া উয়েফা ইউরোপা লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করার দারুণ এক রেকর্ড গড়েছেন ইন্টার মিলানের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। বদলে যাওয়া পরিস্থিতিতে সোমবার রাতে হওয়া এক লেগের কোয়ার্টার ফাইনালে বেয়ার লেভারকুসেনকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছে ইন্টার। পঞ্চদশ মিনিটে নিকোলো বারেলস্নার গোলে দলটি এগিয়ে যাওয়ার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। আর এই গোলেই ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ড নিজের করে নেন এই বেলজিয়ান স্ট্রাইকার। শুধু তাই নয়, ইন্টারের হয়ে ৬ ইউরোপিয়ান ম্যাচে টানা গোল পাওয়া প্রথম খেলোয়াড়টির নাম এখন লুকাকু। চলতি মৌসুমটা অসাধারণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেওয়া রোমেলু লুকাকুর। আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার রাতে লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামে ইন্টার। লুকাকু গোলটি করেন ম্যাচের ২৪তম মিনিটে। এ গোলে টানা নয়টি ইউরোপা লিগে গোল করার অনন্য রেকর্ড গড়েন লুকাকু। এর আগে ২০১৫ সালে করা নিউক্যাসল ইউনাইটেড কিংবদন্তি অ্যালান শিয়েরার টানা আটটি ইউরোপা লিগে গোল দেওয়ার রেকর্ড গড়েছিলেন। এই গোলে আরও একটি রেকর্ড গড়েন লুকাকু। ইন্টারের পক্ষে চলতি ইউরোপা লিগে টানা ষষ্ঠ ম্যাচে গোল দেওয়ার কৃতিত্ব অর্জন করেন এ বেলজিয়ান। চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সর্বোচ্চ গোল দিয়েছেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৭-১৮ সালে ২৭টি গোল দিয়েছিলেন তিনি। এ মৌসুমে ইতোমধ্যেই সব প্রতিযোগিতা মিলে ৩১টি গোল দিয়েছেন তিনি। যার মধ্যে ১৫টি অ্যাওয়ে গোল। এর আগে ৭০ বছর আগে ১৯৪৯-৫০ মৌসুমে ইন্টারের হয়ে এ পরিমাণ অ্যাওয়ে গোল করেছিলেন স্তেফানো নায়েরস। ২০১১ সালের পর ট্রফি কেসে আর কোনো ট্রফি নেই ইন্টারের। কোপা ইতালিয়াই ছিল তাদের সর্বশেষ জেতা ট্রফি। এবার সেই ট্রফিখরা মেটানোর লক্ষ্য বানিয়েছে নেরাজ্জুরিরা। ম্যাচের শুরুতেই ইন্টারকে এগিয়ে নেন বারেলস্না। ১৫ মিনিটে তার গোলের পরই ২১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লুকাকু। অ্যাশলে ইয়ংয়ের পাস থেকে মৌসুমের ৩১তম গোলটি তুলে নেন তিনি।