আটালান্টার সামনে ভঙ্গুর পিএসজি

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার কারণে খেলবেন না অ্যাঞ্জেল ডি মারিয়া, দলের বাইরে চোটাক্রান্ত মার্কো ভেরাত্তি এবং মাঠে নামা নিয়ে শঙ্কায় কিলিয়ান এমবাপেও। আজ যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নামবে পিএসজি, তখন এমনই দুর্দশা ফরাসি জায়ান্টদের। তবে এতসব খারাপ সংবাদের ভিড়ে ভালো খবর হলো, অবশেষে ইউরোপ সেরা প্রতিযোগিতায় নেইমারকে পাচ্ছে প্যারিসের ক্লাবটি এবং আটালান্টার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নেইমারই পিএসজির ভরসা। চ্যাম্পিয়ন্স লিগ জিততেই রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালে নেইমারকে স্পেন থেকে প্যারিসে ভেড়ায় পিএসজি। কিন্তু প্রথম দুই মৌসুমে ব্রাজিলিয়ানকে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে পায়নি ফরাসিরা এবং চোটের কারণে বেঞ্চে বসেই দলের বিদায় দেখতে হয় নেইমারকে। এবার যখন প্রস্তুত বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড, তখন ২৮ বছর বয়সি তারকাকে যোগ্য সতীর্থ দিতে রীতিমতো হিমশিম খেতে হবে পিএসজি কোচ থমাস টুখেলকে। সেমি নিশ্চিতের লড়াইয়ে টুখেলকে ভাবতে হবে কৌশল নিয়ে। ৪-৪-২ এর পরিবর্তে ৪-৩-৩ ফরমেশনে শিষ্যদের খেলাতে পারেন পিএসজি কোচ। যদি তাই হয় তাহলে মারকুইনহোস আর ইদ্রিসা গুইয়েকে সঙ্গে নিয়ে মাঝমাঠ সামলাতে হবে আন্দের হেরেররাকে এবং সম্মুখভাবে নেইমারকে যোগ্য সঙ্গ দেওয়ার গুরুভার থাকবে পাবলো সারাবিয়ার ওপর। কেননা, পর্তুগালে দলের সঙ্গে উড়াল দিলেও এমবাপের খেলা এক প্রকার অনিশ্চিত! আজকের ম্যাচের আগে তারকাহীন পিএসজির আত্মবিশ্বাস জোগাতে পারে তাদের সাম্প্রতিক অতীত থেকে। ফরাসি জায়ান্টরা চলতি মৌসুমে ইতোমধ্যে পেয়েছে ঘরোয়া ট্রেবল জয়ের স্বাদ। শুরুটা লিগ ওয়ানে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে। যদিও করোনা আতঙ্কে এবার মাঝপথেই ইতি টানা হয়েছে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার, তবে টুখেলের শিষ্যরা ট্রেবল পূর্ণ করেছে ফরাসি কাপ এবং ফরাসি লিগ কাপের ফাইনাল জিতেই। প্রায় পাঁচ মাস পর প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ফিরে ২৪ জুলাই ফরাসি কাপের মঞ্চে শিরোপা উলস্নাস করে পিএসজি, ফাইনালে এতিয়েনকে হারায় ১-০ গোলে। এক সপ্তাহ পেরুতেই লিগ কাপ জয়। অলিম্পিক লিওঁর বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি জায়ান্টরা জেতে পেনাল্টি শুটআউটে। দুই শিরোপা জয়ের আগে প্রীতি ম্যাচগুলোতেও দুর্দান্ত ছিল টুখেলের দল। নিজেদের গোলমুখ অক্ষত রেখে প্রতিপক্ষের জাল কাঁপায় ১৭ বার। পিএসজির দুর্দান্ত এই পথচলায় অবদান ছিল ডি মারিয়া আর কিলিয়ান এমবাপের, যাদের ছাড়াই আজ লিসবনে নিরপেক্ষ ভেনু্যতে আটালান্টার মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি। ইতালিয়ান প্রতিপক্ষকে যদি হালকাভাবে নেয় টুখেলের শিষ্যরা, তবে নেইমাররা হতে পারেন অঘটনের শিকার। কারণ চলতি মৌসুমে দারুণ ছন্দে সিরি'আর ক্লাবটি, যারা ঘরোয়া মৌসুম শেষ করেছে টেবিলের তৃতীয় স্থান আগলে রেখে। এবার লিগে সবমিলে ৯৮ গোলের দেখা পেয়েছে আটালান্টা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই হিসেবে তাদের ওপরে কেবল ম্যানচেস্টার সিটি (১০২ গোল) এবং বায়ার্ন মিউনিখ (১০০)। এই পরিসংখ্যানই জানান দিচ্ছে, 'সমস্যায় জর্জরিত' পিএসজিকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে টিকে থাকার সামর্থ্য আছে আটালান্টারও।