শুধু মেসিতে দৃষ্টি নয় বায়ার্নের

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
নিজের দিনে একাই যেকোনো প্রতিপক্ষ গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে লিওনেল মেসির। গত এক যুগে এর প্রমাণও মিলেছে ঢের। তাই পারফরম্যান্সের ওঠানামার মধ্যে থাকা বার্সেলোনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না হান্স ফ্লিক। অবশ্য শুধু মেসিকে আটকানোর কৌশল নিলে ভুগতে হতে পারে বলে মনে করেন বায়ার্ন মিউনিখ কোচ। সাম্প্রতিক পারফরম্যান্সের আলোকে তো বটেই, সাবেকদের মতেও বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে বায়ার্নকে ফেভারিট বিবেচনা করা হচ্ছে। শেষ ষোলোর ফিরতি লেগে গত শনিবার নু্য ক্যাম্পে লিওনেল মেসি, সুয়ারেজ ও ক্লেঁমো লংলের গোলে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলে ৪-২ অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় বার্সেলোনা। এই নিয়ে রেকর্ড টানা ত্রয়োদশ বারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। একই দিনে শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ৪-১ গোলে জেতে বায়ার্ন। ইংলিশ দলটির মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলে ৭-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নেয় জার্মান দলটি। এই মৌসুমে এরই মধ্যে ঘরোয়া ডাবল জিতেছে বায়ার্ন। আর বার্সেলোনা লা লিগা শিরোপা হাতছাড়া করার আগে ছিটকে যায় কোপা দেল রে থেকে। দুই দলের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই জার্মান কিংবদন্তি লোথার ম্যাথেউস যেমন বলেছেন, 'বর্তমান বার্সেলোনা দলের বিপক্ষে হারতে বায়ার্নকে ভুলে ভরা এক ম্যাচ খেলতে হবে। সাবেক বার্সেলোনা তারকা রিভালদোও পূর্বসূরিদের ফেভারিট ভাবছেন না।'