মিরপুরেই যুবাদের করোনা টেস্ট

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আকবর-রাকিবুল-ইমনদের সফল অভিযানের সমাপ্তি হয়েছে বছরের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। এবার ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে যুব স্কোয়াড গঠনের সময়। আগামী কিছুদিনের মধ্যেই পরবর্তী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল তৈরির লক্ষ্যে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ৪৫ জন ক্রিকেটার। ১৫ জন করে তিন গ্রম্নপে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চার সপ্তাহের এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্প শুরুর আগে প্রতিটি ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫, ১৭ ও ১৯ আগস্ট মিরপুরে তিন ভাগে রিপোর্টিং করবেন ক্রিকেটাররা। ১৬, ১৮ ও ২০ আগস্ট নেওয়া হবে তাদের কোভিড-১৯ টেস্ট। পাশাপাশি ফিটনেসের পরীক্ষাও হবে। এরপর তারা আবাসিক ক্যাম্পের জন্য চলে যাবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। ১৮ সেপ্টেম্বর স্কিল অনুশীলন পর্ব শেষ হবে। প্রায় এক মাসের এই সময়ে ক্রিকেটাররা নিজেদের ভেতর ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবেন। সেখান থেকে চূড়ান্ত দল বাছাই করা হবে। অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল গ্রম্নপ ১: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, হাসিব হাওলাদার। গ্রম্নপ ২: অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিলস্নুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম। গ্রম্নপ ৩: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুলস্নাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোলস্না, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান।