সাকিবকে দলে দেখতে চান ডমিঙ্গো

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বিশ্বসেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান -ফাইল ফটো
সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকা সফরে সাকিব আল হাসানকে দলে দেখতে চান বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটারকে যথাযথ প্রক্রিয়ায় দলে ফেরাতে চান তিনি। জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় গত অক্টোবরে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর। সেপ্টেম্বর-অক্টোবরেই বাংলাদেশের শ্রীলংকা সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলতে বাংলাদেশ যাবে দ্বীপরাষ্ট্রে। আগামী ১৪ অক্টোবর লংকানদের বিপক্ষে প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে। টেস্ট সিরিজের পর দুই দল তিনটি টি২০ সিরিজ খেলবে। মূলত টি২০ সিরিজে সাকিবকে দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞায় থাকা বাঁহাতি এই ক্রিকেটার শাস্তি ভোগের পরপরই দলে আসতে পারবেন কিনা, তা নিয়েও ধোঁয়াশায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির শীর্ষ পরিচালক ও কর্মকর্তাদের জানা নেই, কোন প্রক্রিয়ায় সাকিবকে দলে ঢোকানো যাবে; কিংবা সাকিবকে প্রস্তুত করতে কোন পরিকল্পনায় এগিয়ে যাবে ক্রিকেট পরিচালনা বিভাগ। জাতীয় দলের প্রধান কোচ ডমিঙ্গোর বার্তা পরিষ্কার। শতভাগ ফিট, ম্যাচ খেলার জন্য উপযোগী প্রস্তুতি এবং আইসিসির গাইডলাইন মেনে সাকিবকে দলে দেখতে চান ডমিঙ্গো। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা এবং অন্যদের ছয়-সাত মাস মাঠের বাইরে থাকা প্রায় একই রকম। আমরা আশা করছি, সব খেলোয়াড় ফিট থাকবে। আমাদের দলে খেলার জন্য একটা ফিটনেস স্ট্যান্ডার্ড মেইন্টেইন করতে হয়। এ জন্য সাকিবকে সেই প্রস্তুতির মঞ্চ দিতে হবে। কোনো ধরনের প্রস্তুতি ছাড়া দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কঠিন। এ জন্য তাকে ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দিতে হবে। সে বিশ্বসেরা ক্রিকেটার। দ্রম্নতই সে দলে ফিরবে। কিন্তু তার ফিটনেস খুব গুরুত্বপূর্ণ।' ডমিঙ্গোর মতে, সাকিবকে অনানুষ্ঠানিক ম্যাচ খেলে দলে আসা উচিত। এতে ফিটনেস নিয়ে সাকিব নিজেও পূর্ণ ধারণা পাবেন এবং নিজের স্কিল ঘাটতি পুষিয়ে নিতে পারবেন। সাকিবকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে শিগগিরই আলোচনায় বসার কথা রয়েছে বিসিবির নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের। ডমিঙ্গো বলেন, 'সাকিবকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আমরা নির্বাচকদের সঙ্গে বসব। ২৯ অক্টোবরের আগে তার আনুষ্ঠানিক ম্যাচ খেলার সুযোগ নেই। এ জন্য অনানুষ্ঠানিক ম্যাচ ভরসা। হতে পারে সেটা আন্তঃস্কোয়াডের ম্যাচ। কিন্তু নিষেধাজ্ঞার সময় সে দলের সঙ্গে থেকে অনুশীলন ও ম্যাচ খেলতে পারবে কিনা, সেটিও আমাদের ভালোভাবে দেখতে হবে।' তিনটি টেস্ট খেলতে সেপ্টেম্বরের শেষে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের সামনে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বুধবার জানান, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৪ অক্টোবর। আর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। এই সফরে সাকিবকে খেলানো হবে কি-না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন আকরাম, 'সাকিব মুক্ত হবে ২৯ তারিখে। ওকে নিয়ে আইসিসির সঙ্গে আমাদের আলাপ-আলোচনা বাকি আছে। আমরা যতদূর জানি, ও এখনো দলের সঙ্গে অনুশীলন করতে পারবে না। কোচ, সাকিব ও বোর্ড প্রধানের সঙ্গে আমাদের এ নিয়ে কথা বলতে হবে। সাকিবের ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।'