জাতীয় ফুটবল দলের ক্যাম্পও স্থগিত

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে ফিফা ও এএফসি কর্তৃক জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত ঘোষণার সিদ্ধান্ত আসাতে গতকাল থেকে স্থগিত করা হয়েছে গাজীপুরস্থ সারা রিসোর্টে চলমান বাংলাদেশ দলের ক্যাম্প। সেই সঙ্গে ফুটবলারদের দ্বিতীয়বার করা করোনা পরীক্ষার ফলাফলও জানিয়েছে বাফুফে। দুই প্রতিষ্ঠান থেকে করানো ফলাফলে ৭ জন ফুটবলারের আবারও করোনা পজিটিভ এসেছে। তিনজনের এসেছে দুই রকমের ফলাফল। বিষয়গুলো নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। নতুন ফলাফল অনুযায়ী ফুটলার এবং অফিসিয়ালদের মোট ২৬ জনের রেজাল্ট নেগেটিভ। পজিটিভ হয়েছেন ৭ জন। এরা হচ্ছেন- এম এস বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহিদুল আলম, আনিসুর রহমান ও বিশ্বনাথ ঘোষ এবং ৩ জন খেলোয়াড় রিয়াদুল হাসান, রায়হান হাসান ও রাকিব হোসেনকে সতর্কভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সোহাগ বলেছেন, 'গত ১০ আগস্ট পুনরায় আবারও প্রভা হেলথ এবং আইসিডিডিআর,বি এই দুটি সংস্থা হতে আমাদের দলের মোট ৩৬ জনের সবাইকে কোভিড টেস্ট করানো হয়। সেই রেজাল্টটা আমরা হাতে পেয়েছি। এর আগে আমরা যে কোভিড ফলাফল পেয়েছিলাম সেখানে ১৯ জন খেলোয়াড় কোভিড পজিটিভ ছিলেন। নতুন ফলাফল অনুযায়ী আমাদের কোভিড পজিটিভ খেলোয়াড়ের সংখ্যা ৭ জন। আমাদের আরও তিনজন খেলোয়াড়কে আমরা স্পেশাল অবজারভেশনে রাখব। কারণ তাদের নেগেটিভ-পজেটিভ দু-রকমের ফলাফল এসেছে।' এমন অবস্থায় বাফুফে ক্যাম্প চালিয়ে যাবে কি না- জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেছেন, 'চিঠি পাওয়ার পরই বাফুফের ন্যাশনাল টিমস কমিটি জরুরিভাবে আমাদের সম্মানিত সভাপতির সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয় আগামীকাল (আজ) থেকে গাজীপুরের সারা রিসোর্টে আমাদের যে আবাসিক ক্যাম্প সেটা আপাতত স্থগিত করা হচ্ছে।'