বাংলাদেশের শ্রীলংকা সফর

২৪ অক্টোবর ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
তিন টেস্ট খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলংকা যাবে বাংলাদেশ জাতীয় দল। জাতীয় দলের সঙ্গে একই বিমানে চড়বে বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডও (এইচপি)। দ্বীপরাষ্ট্রে দুটি তিন দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে এইচপি দল। বাংলাদেশ দলের সফরে যুক্ত হতে পারে তিনটি টি২০ও। শিগগিরই সফরসূচি চূড়ান্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকা সফরে আগামী ২৪ অক্টোবর প্রথমবারের মতো মাঠে নামবে তারা। গত জুলাইয়ে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বুধবার জানান, সফরে যাওয়ার সম্ভাব্য একটি সময় নির্ধারণ করা হয়েছে। ঠিক করা হয়েছে খেলা শুরুর সময়। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ক্যাম্প করব। দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে আমরা এইচপি দল নিয়ে শ্রীলংকা চলে যাব। সেখানে প্রায় ২০-২৫ দিন আমরা এক সঙ্গে অনুশীলন করব। অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে। সেপ্টেম্বরের শুরুতে কোচদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা।' করোনার সংকট কাটিয়ে শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। শ্রীলংকায় প্রায় ৫০ জনের বিশাল বহর সফর করবে। সফর নিয়ে প্রাথমিক আলাপ করতে বুধবার বৈঠকে বসেছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, বিসিবির পরিচালক ও এইচপির প্রধান নাঈমুর রহমান দুর্জয় ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাদের আলোচনায় সফর নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো উঠে আসে। নাঈমুর রহমান দুর্জয় বলেন, 'জাতীয় দল ও এইচপি দল একই সঙ্গে শ্রীলংকা সফর করবে। এইচপির জন্য ২৪ জনের স্কোয়াড চূড়ান্ত করা হবে। জাতীয় দলের সিরিজ শুরু আগে এইচপির কাজই হবে জাতীয় দলের অনুশীলনে সাহায্য করা।' দেশ ছাড়ার আগে দুই দলের ক্রিকেটারদের দুইবার করোনা টেস্ট করানো হবে। যারা নেগেটিভ আসবে তাদেরকেই সফরে নেবে বিসিবি। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ থেকে ১৪ সেপ্টেম্বরের ভেতরে। এইচপি দল সরাসরি শ্রীলংকায় মাঠে নামবে। তবে ঢাকায় তাদের ১৪ দিনের আইসোলেশনে রাখা হবে। জাতীয় দলের সফর নিয়ে আকরাম খান বলেন, 'যে কোনো সফর বা সিরিজে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে আমরা পাঁচ-ছয় মাসেও কোনো ক্রিকেট খেলেনি। এটা উদ্বেগের কারণ। ক্রিকেটাররা মাঠে অনেক পরীক্ষার মুখোমুখি হবে। আশা করছি জাতীয় দলের জন্য আমরা যে পরিকল্পনা করেছি সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। আমরা তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখব না।'