সুস্থ তামিম অনুশীলনে ফিরছেন রোববার

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের প্রভাবে বন্ধ ছিল দেশের ক্রীড়াঙ্গন। তবে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় দলের গুটিকয়েক ক্রিকেটারকে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুশীলনে যোগ দেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখান থেকে ফিরে বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন বাঁহাতি ব্যাটসম্যান। বৃহস্পতিবার টাইগারদের ওয়ানডে অধিনায়ক জানান, রোববার অনুশীলনে ফিরবেন তিনি। তামিম গণমাধ্যমে বলেন, 'আমি সরকারের নিয়ম মানছি। বিদেশ থেকে আসার পর আমি ১৪ দিনের কোয়ারেন্টিন মানছি। সরকারি নিয়মেই কাজ করছি। এখন কি আমি সরকারের বিরুদ্ধে গিয়ে কাজ করব! আমার ১৫ তারিখে ১৪ দিন শেষ হবে। ১৬ তারিখ থেকে আমার পস্ন্যান (পরিকল্পনা) ছিল অনুশীলন করার। আমি যদি নিয়ম ভেঙে কাজ করতাম তখন তো আপনারাই ধরতেন যে, আমি কীভাবে ১৪ দিনের নিয়ম ভাঙলাম।' তামিম আরও বলেন, 'আমাকে একটা কাগজ দিয়েছে এয়ারপোর্ট থেকে, ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। আমার ১৪ দিনের কোয়ারেন্টিন যেদিন শেষ হবে সেদিন থেকে আমি অনুশীলন করার চিন্তা করব। ১৬ তারিখ থেকে আমার অনুশীলনের সময়সূচি দেওয়া আছে। ঈদের আগে থেকে আমার পস্ন্যান। ইংল্যান্ড থেকে যখন ফেরত আসছি তখন থেকেই বিসিবি জানে যে, আমি ১৬ তারিখ থেকে অনুশীলনে আসব।'