বাদ পড়ার কথা ভাবেননি নেইমার

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাস্কে ঢাকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্কো ভেরাত্তির মুখ দেখা যাচ্ছিল না। তবে তাদের চোখ জোড়াই বলে দিচ্ছিল সব। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ফ্রান্সে ফেরার ছবিটাই যেন ভেসে উঠছিল তাদের সামনে। তবে নেইমার একবারের জন্যও হাল ছাড়েননি। বাদ পড়বেন, এই শঙ্কাও ভর করেনি তার মনে। অথচ ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২৭ মিনিটে এগিয়ে যাওয়া আটালান্টা লিড ধরে রেখে ছিল প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে জায়গা করে নেওয়ার অপেক্ষায়। কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ে এই অবস্থায় দাঁড়িয়েও ভেঙে পড়েননি নেইমার। একবারের জন্যও বাদ পড়ার কথা ভাবেননি তিনি। কারণ মনে বিশ্বাস ছিল, খেলতে পারবেন সেমিফাইনালে। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জেতার পর নেইমার বলেছেন, 'দারুণ এক রাত, তবে ভীষণ কঠিন ছিল। আমরা জানতাম আটালান্টা দুর্দান্ত দল, যারা এবারের মৌসুম চমৎকার কাটিয়েছে এবং এই প্রতিযোগিতার চমকপ্রদ দল।' সঙ্গে যোগ করেছেন, 'আমরা একবারও জন্যও ভাবিনি বাদ পড়ব এবং কখনো ভাবিনি বাড়ি ফিরে যাব। আমার এই চিন্তা থেকে কেউ আমাকে নড়াতে পারেনি। এখন আমি ফাইনাল খেলতে চাই।'