মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
বাংলাদেশের শ্রীলংকা সফর

তামিমকে নিয়ে শংকা

তামিম আগামী দু-একদিনের মধ্যে ডাক্তারের সঙ্গে কথা বলবে। সব পরীক্ষানিরীক্ষা শেষ হলেও এখনো রিপোর্ট আসেনি। এখন পর্যন্ত সে ভালোই আছে। যদি রিপোর্টে ডাক্তার কিছু খুঁজে পান এবং তাকে কোনো কিছু মেনে চলতে বলেন তাহলে সেটা আলাদা বিষয়, তখন হয়তো সে খেলতে পারবে না। দেবাশীষ চৌধুরী
ক্রীড়া প্রতিবেদক
  ১৫ আগস্ট ২০২০, ০০:০০
পেটের ব্যথা নিয়ে লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে ডাক্তারের সাথে পরামর্শ ও কিছু টেস্ট করিয়েছেন তিনি। সেই টেস্টের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত চিন্তিত থাকতে হচ্ছে ওয়ানডে অধিনায়ককে -ফাইল ছবি

কিছুদিন পরই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে টাইগার ওপেনার তামিম ইকবাল খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকের সিদ্ধান্তের ওপরই তার খেলা নির্ভর করছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। কিছুদিন আগে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। সেখানে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এখনো সবগুলো পরীক্ষার রিপোর্ট হাতে পাননি তামিম। রিপোর্টগুলো পাওয়ার পরই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও সেই রিপোর্টের অপেক্ষায় আছেন। দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেবাশীষ বলেছেন, 'তামিম আগামী দু-একদিনের মধ্যে ডাক্তারের সঙ্গে কথা বলবে। সব পরীক্ষানিরীক্ষা শেষ হলেও এখনো রিপোর্ট আসেনি। এখন পর্যন্ত সে ভালোই আছে। যদি রিপোর্টে ডাক্তার কিছু খুঁজে পান এবং তাকে কোনো কিছু মেনে চলতে বলেন তাহলে সেটা আলাদা বিষয়, তখন হয়তো সে খেলতে পারবে না। তবে এখন পর্যন্ত সে ঠিক আছে।' লন্ডন থেকে দেশে ফিরে কিছুদিন সেলফ আইসোলেশনে ছিলেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকে একক অনুশীলন শুরু করবেন তিনি। এই প্রসঙ্গে দেশসেরা ওপেনার বলেছেন, '১৫ আগস্ট আমার কোয়ারেন্টিন শেষ হবে। আশা করছি ১৬ আগস্ট থেকেই অনুশীলনে যোগ দিতে পারব।' এদিকে তামিমকে নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় সাকিব আল হাসানকে শ্রীলংকা সফরে পাওয়ার আশা করছে বিসিবি। এ বিষয়ে কথা বলতে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন শ্রীলংকা সফর নিয়ে সাকিবের ভাবনা জানতে চেয়েছেন পাপন। তবে ফোনে তাদের মাঝে কী কথা হয়েছে এ বিষয়ে বেশি কিছু জানানো হয়নি। আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সেই সময়ে শ্রীলংকা সফরে থাকবে টাইগাররা। আর সবঠিক থাকলে হয়তো এই সফরেই শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ক্রিকেটে ফিরতে আগামী মাস থেকেই অনুশীলন শুরু করবেন সাকিব। বর্তমানে নিষিদ্ধ থাকায় বিসিবির কোনো সুবিধা নেওয়া যাবে না বিধায় সাভারের বিকেএসপিতে নিজস্ব উদ্যোগে অনুশীলন করবেন তিনি। জানা যায়, ২৩ সেপ্টেম্বর শ্রীলংকা সফরে যাবে টাইগার বাহিনী। তবে আগে গেলেও প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। টেস্ট সিরিজের পর হবে টি২০ সিরিজ। শ্রীলংকার বিপক্ষে এই টি২০ সিরিজে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিবের। সাকিবের নিষেধাজ্ঞার সময় শেষের দিকে চলে আসায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গত বুধবার এক বৈঠকে সাকিবকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় মানসিক ও শারীরিকভাবে সাকিব কোন পর্যায়ে আছেন, এসব নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সাকিবকে দলে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, 'আমি আশা করি ততদিনে (শ্রীলংকা সফরের আগে) সাকিব প্রস্তুত হয়ে যাবে। এই ব্যাপারে নির্বাচকদের সাথে কথা বলতে হবে। টাইগারদের হেড কোচ আরও বলেন, 'দলে ফেরার আগে কিছু প্রক্রিয়া তো অবশ্যই আছে। সে আমাদের হয়ে খেলার আগে মনে হয় অন্য কোথাও খেলা প্রয়োজন। হতে পারে অনানুষ্ঠানিক কোনো ম্যাচ। যেকোনো ম্যাচই তার উপকারে আসবে।' এদিকে সাকিবকে দলে ভেড়ানোর ব্যাপারে ইতিবাচক থাকছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলেই এই অলরাউন্ডারকে দলে আনতে চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে