নির্ধারিত সময়েই হচ্ছে এএফসি কাপ

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের নতুন সূচি করেও করোনা পরিস্থিতির অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত আবারও স্থগিত করতে বাধ্য হয়েছে ফিফা, এএফসি। তবে এএফসি কাপের গ্রম্নপ পর্বের খেলা নিয়ে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, এখন পর্যন্ত এএফসি কাপের সূচি পূর্বনির্ধারিত সময়েই আছে। এএফসি কাপে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার ফুটবল লিগের গত আসরের চ্যাম্পিয়ন হিসেবে তারা অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। গ্রম্নপ 'ই'তে তাদের প্রতিপক্ষ ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মার্চে দুটি ম্যাচ হওয়ার পর করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত করেছিল এএফসি। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। আর খেলা হবে সেন্ট্রাল ভেনু্যতে। মালদ্বীপে হবে 'ই' গ্রম্নপের বাকি ম্যাচগুলো। করোনার কারণে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট সিডিউলে বিধিনিষেধ থাকায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো এ বছর আর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। বাংলাদেশ গ্রম্নপের ম্যাচগুলো হওয়ার কথা ছিল অক্টোবর-নভেম্বরে। এএফসি কাপের তারিখ ঠিক থাকলেও কেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পিছিয়ে নেওয়া হলো পরের বছরে? বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, 'এএফসি কাপ একটি ভেনু্যতে হবে বলেই সেটা আয়োজন করে ফেলতে পারবে এএফসি। কারণ দলগুলো এবং ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট অন্য অফিসিয়ালরা একবার মালদ্বীপে যাবেন এবং সব ম্যাচ শেষ করে যে যার দেশে চলে যাবেন। এ কাজটি সহজ এএফসির জন্য। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেটা সম্ভব না। কারণ আন্তর্জাতিক ফ্লাইটে একেক দেশে একেক রকম বিধিনিষেধ আছে।' বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাকি ম্যাচগুলো হবে বাংলাদেশ, ভারত, কাতার ও তাজিকিস্তানে (আফগানিস্তানের হোম ভেনু্য)। রেফারি, ম্যাচ কমিশনার থেকে শুরু করে দলগুলোর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের নিয়ম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্বকাপের বাছাই ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এএফসি। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালের প্রথম দিকে নতুন তারিখ নির্ধারণ করা হবে। এএফসি কাপে বসুন্ধরা কিংসের বাকি ৫ ম্যাচ ২৩ অক্টোবর ও ৪ নভেম্বর মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে, ২৬ ও ২৯ অক্টোবর চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে এবং ১ নভেম্বর টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। গত ১১ মার্চ ঢাকায় প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আছে গ্রম্নপ শীর্ষে। তবে ওই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির সতীর্থ হার্নান বার্কোসের সঙ্গে জুটি গড়েছিলেন বিশ্বকাপ খেলে আসা ড্যানিয়েল কলিন্ড্রেস। কিন্তু ইতোমধ্যে বসুন্ধরা কিংস ছেড়ে গেছেন কলিন্ড্রেস। এর পর থেকেই তার বিকল্প খুঁজছিল বাংলাদেশের ক্লাবটি। এরপর ব্রাজিলের ফুটবলার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে পছন্দ হয় তাদের। তার সঙ্গে চুক্তি করে কিংসরা। এক বছরের জন্য ধারে বাংলাদেশে আসছেন এই ফুটবলার। যিনি জুটি গড়বেন আর্জেন্টাইন বার্কোসের সঙ্গে। ২৫ বছর বয়সি এই উইঙ্গার রবিনহো নামেই বেশি পরিচিত। ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্সে ফুটবলার হলেও গত মৌসুমে সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে ধারে খেলছিলেন তিনি। ব্রাজিলের এই ফুটবলার ক্লাবের সঙ্গে যোগ দিলে একইসাথে ব্রাজিল-আর্জেন্টিনার জুটি দেখবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা।