দাবা অলিম্পিয়াডে জয়ের মুখ দেখল বাংলাদেশ

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব দাবা অলিম্পিয়াডে টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। শনিবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশ ৪-২ গেম পয়েন্টে হারিয়েছে কিরগিস্তানকে। বাংলাদেশের চার পয়েন্ট এসেছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার জয়ে। ষষ্ঠ রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। দু'জনই নিজেদের চেয়ে কম রেটেড খেলোয়াড়ের কাছে হেরেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪.৫-১.৫ গেম পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে বেলারুশের কাছে ৪-২ গেম পয়েন্টে, তৃতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে ৩.৫-২.৫ গেম পয়েন্টে, চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে, পঞ্চম ম্যাচে বুলগেরিয়ার কাছে ৬-০ গেম পয়েন্টে পরাজিত হয়ে ষষ্ঠ ম্যাচে জিতেছে কিরগিস্তানের বিপক্ষে।