কে হবেন বার্সার কোচ?

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে লা লিগা শিরোপা হাতছাড়া হওয়ার পরও কিকে সেতিয়েনের ওপর আস্থা রেখেছিল বার্সেলোনা। আশা করেছিল অন্তত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাবেন তিনি। কিন্তু শুক্রবার রাতে ফের ব্যর্থতার পরিচয় দিয়েছেন ৬২ বছর বয়সি এই কোচ। মানে বায়ার্ন মিউনিখের কাছে এদিন ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে এবারের ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গেছে কাতালানরা। আর তাই অনেকেই সেতিয়েনের শেষ দেখে ফেলেছেন। হয়তো কয়েক ঘণ্টার মধ্যেই তার ছাঁটাইয়ের খবরও পাওয়া যাবে। বার্সা চেয়েছে গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে। এজন্য সম্ভাব্য সবকিছুই করছে ক্লাবটি। কিন্তু এবারও দলটির চাওয়া পূরণ হলো না। উল্টো বড় হারে আরও হতাশা বেড়েছে দলটির। এজন্য সবচেয়ে বেশি দোষ ঘাড়ে পড়েছে সেতিয়েনের। তাইতো শুক্রবার বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর জোরেশোরে গুঞ্জনের ডালপালা মেলেছে, ছাঁটাই হতে পারেন কিকে সেতিয়েন। আর সেই গুঞ্জনের পালে সবচেয়ে বেশি হাওয়া দিয়েছেন প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। যেকোনো ক্লাবের খেলোয়াড় কেনাবেচা ও কোচ আসা-যাওয়ার ক্ষেত্রে তিনি সবার আগে অধিকাংশ সময়ে সঠিক তথ্য দেন। বলেছেন, এমন পারফরম্যান্সের পর আগামী মৌসুমে সেতিয়েন আর কোনোভাবেই বার্সার কোচ পদে থাকবেন না। আর তাই এখন প্রশ্ন উঠেছে সেতিয়েনের পর কে হবেন সুয়ারেজ-মেসিদের কোচ? সবার আগে যার নাম আসছে, তিনিও মেসির মতো এক আর্জেন্টাইন। মাউরিসিও পচেত্তিনো। গত বছরের শেষদিকে ছাঁটাই হওয়ার পর পচেত্তিনো এখনো কোনো ক্লাবের দায়িত্ব নেননি। কয়েক দিন আগে পচেত্তিনো ইনিয়ে-বিনিয়ে জানিয়েও দিয়েছেন, বার্সা তাকে কোচ হিসেবে চাইলে অতীতের 'শত্রম্নতা' ভুলে তিনি দায়িত্ব নিতে আগ্রহী।