বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাড়পত্র পেলেন না মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
মুস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি থেকে মুস্তাফিজুর রহমানকে চেয়ে প্রস্তাব এসেছিল। কিন্তু সামনে জাতীয় দলের শ্রীলংকা সফর থাকায় এই বাঁহাতি পেসারকে ছাড়পত্র দিতে রাজি হয়নি বিসিবি। ফলে ক্রিকেট বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হচ্ছে না বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় এবারের আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, জাতীয় দলের ব্যস্ততার কারণেই দলগুলোকে না করে দিয়েছেন তারা, 'সামনে আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই কারণেই এনওসি দেওয়া হয়নি।'

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স আর মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছিল মুস্তাফিজকে। চোট ও ব্যক্তিগত কারণে এই দুই দল দুজন গুরুত্বপূর্ণ পেসারকে হারিয়েছে। তাদের বদলি হিসেবে পছন্দের শীর্ষে ছিলেন মুস্তাফিজ।

লাসিথ মালিঙ্গার জায়গায় প্রথমে মুস্তাফিজকে ভেবেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগেও দলটির হয়ে খেলেছেন টাইগার পেসার। 'দ্য ফিজ'কে না পাওয়ায় অজি পেসার জেমস প্যাটিনসনকে দলে ভিড়িয়েছে তারা। অন্যদিকে বাঁহাতি ইংলিশ পেসার হ্যারি গার্নি চলে যাওয়ায় তার জায়গায় মুস্তাফিজুর রহমানকে প্রস্তাব দিয়েছিল কলকাতা। অভিন্ন কারণে তাদেরকেও না বলতে হয়েছে এই পেসারের।

এ বিষয়ে মুস্তাফিজ বলেন, 'আমি দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই একই সময়ে আমাদের শ্রীলংকা সফর আছে। ওরা (ফ্র্যাঞ্চাইজি) বিসিবির কাছে জানতে চেয়েছিল, আমাকে আইপিএলে পাওয়া সম্ভব কি না। উত্তরে বিসিবি তাদের জানিয়ে দিয়েছে, এই সময়ে আমরা শ্রীলংকা সফরে যাব। কাজেই আমাকে পাওয়া সম্ভব নয়।'

আইপিএলের সবশেষ নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। কোটি টাকার এই প্রস্তাবের চেয়ে বাংলাদেশ দলের আসন্ন সিরিজই মুস্তাফিজের কাছে প্রাধান্য পাচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন, 'আমার কাছে সবার আগে বাংলাদেশ দল। আমার ভাবনায় এখন বলা যায় শুধুই শ্রীলংকা সফর। আশা করি সামনে এমন সুযোগ আরও আসবে।'

চলতি মাসের শেষদিকে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকায় যাবে বাংলাদেশ দল। সেখানে মাসখানেক প্রস্তুতির ক্যাম্পের পর অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হবে টেস্ট সিরিজ। লাল বলের চুক্তিতে না থাকলেও করোনাভাইরাসের কারণে বড় একটি স্কোয়াড দলের সঙ্গে রাখতে হবে বাংলাদেশকে।

এই পর্যন্ত তিন মৌসুম আইপিএল খেলেছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে হইচই ফেলে আবির্ভাবের পর ২০১৬ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে গিয়ে মাত করেন তিনি। দলের শিরোপা জেতায় ১৭ উইকেট নিয়ে হন আসরের সেরা উদীয়মান ক্রিকেটার। পরের মৌসুমে মুম্বাইর হয়ে খেলে উইকেট নেওয়া হয়নি তার। ২০১৮ সালে সর্বশেষ মুম্বাইর হয়েই খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন, বোলিংয়ে তেমন ধার না থাকায় তাকে পরে বসিয়ে রেখেছিল দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<111134 and publish = 1 order by id desc limit 3' at line 1