এমন ম্যাচেও হারে অস্ট্রেলিয়া!

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
১৬৩ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই উঠে গেল ৯৮। ১৪ ওভার শেষে রান ১ উইকেটে ১২৪। এই ম্যাচও কি হারা যায়! অবিশ্বাস্যভাবে সেটাই করে দেখিয়েছে অস্ট্রেলিয়া। ইয়ন মরগানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে সফরকারী অস্ট্রেলিয়াকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড। প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মুঠো থেকে জয় ফেলে দেওয়ার তেতো স্বাদ পেয়েছে অ্যারন ফিঞ্চের দল অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে শুক্রবার রাতে ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ড ২০ ওভারে তুলেছিল ১৬২ রান। একপর্যায়ে ধুঁকতে থাকা দলকে এই পুঁজি এনে দেয় ডেভিড মালানের ৬৬ রানের ইনিংস। পরে রান তাড়ায় উড়ন্ত সূচনার পরও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া থেমেছে ১৬০ রানে। ৩৬ বলে দরকার ৩৯ রান, হাতে ৯ উইকেট। এই সমীকরণে চোখ রাখলে ম্যাচের ফল বলে দিতে জ্যোতিষী হওয়া লাগবে না, স্পষ্টই বলে দেওয়া যায় জয়ের পথে ব্যাটিং দল। কিন্তু ক্রিকেট যে কতটা 'মহান অনিশ্চয়তায় খেলা' সেটা বুঝি আরেকবার প্রমাণ হয়ে গেল সাউদাম্পটনের প্রথম টি২০তে। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫ রান। টম কারেনের প্রথম বলে রান না পেলেও পরের বল গ্যালারিতে আছড়ে ফেলেন মার্কাস স্টয়নিস। এরপর ইংলিশ পেসার কারেন আর সুযোগ দেননি হাত খোলার। তৃতীয় বলেও রান হয়নি। শেষ তিন বলের প্রতিটিতে এসেছে দুই রান করে। তাতে অস্ট্রেলিয়া হেরেছে দুই রানেই। ১৬৩ রানের লক্ষ্যে নেমে ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাট হয়ে ওঠে উত্তাল। ওয়ার্নার কিছুটা রয়েসয়ে খেললেও ফিঞ্চ দ্রম্নত বাড়াতে থাকেন রান। ওভারপ্রতি দশের কাছাকাছি রান আনতে থাকেন তারা।