বার্সা সভাপতি কথা রাখেননি : মেসি

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি
বার্সেলোনায় আরেক মৌসুম থেকে যাওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে লিওনেল মেসি প্রচন্ড সমালোচনা করেছেন ক্লাব সভাপতির। এক অর্থে বলেছেন, ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ তার সঙ্গে 'প্রতারণা' করেছেন। বার্তোমেউ বার বার বলে গেছেন, মেসি যেহেতু চুক্তি অনুযায়ী শেষ সময়সীমা ১০ জুন পার করে ফেলেছেন, সুতরাং তার ক্লাব ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মেসি দাবি করেছেন, ক্লাব সভাপতির সঙ্গে তার মৌখিক সমঝোতা হয়েছিল যে, ২০১৯-২০ মৌসুম শেষ হলেই তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। ফুটবল ওয়েবসাইট গোল ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'আমি সভাপতিসহ ক্লাবকে বলেছি আমি যেতে চাই। সারাবছর ধরেই আমি এটা বলে এসেছি, কারণ আমি বিশ্বাস করি এটাই সরে দাঁড়ানোর সময়। আমি সত্যিই বিশ্বাস করি, ক্লাবের দরকার এখন নতুন ও তরুণ খেলোয়াড় এবং বার্সেলোনায় আমার সময় শেষ হয়ে গেছে।' এরপরই মেসি বলেছেন, সভাপতি তার কথা রাখেননি, 'আমি সভাপতিকে বলেছি এবং সভাপতিও সব সময় বলে এসেছেন মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব। যদি যাওয়ার সিদ্ধান্ত নিই বা থেকে যাওয়ার, সেটি ঠিক হবে মৌসুম শেষে। কিন্তু তিনি তারা কথা রাখেননি। সারাবছর ধরেই আমি সভাপতিকে বলে আসছি যে আমি ক্লাব ছাড়তে চাই, আমার ক্যারিয়ারের নতুন লক্ষ্য ও পথ ঠিক করার সময় এসে গেছে। তিনি বলে গেছেন, ঠিক আছে, এটা এখন নয়, এটা সেটা বলেছেন। কিন্তু ঠিক কী তিনি বলতে চাইছেন সেটিই পরিষ্কার করেননি। তারা এখন বলছে, আমি ১০ জুনের আগে ক্লাব ছাড়ার ইচ্ছেটা জানাইনি। কিন্তু তখন তো আমরা ছিলাম সব প্রতিযোগিতার মাঝামাঝি অবস্থানে, তখন তো ওটা বলার সময় নয়।' আবারও কথা না রাখার জন্য ক্লাব সভাপতি বার্তোমেউকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ছয়বারের ব্যালন ডি'অরজয়ী আর্জেন্টাইন তারকা, 'ওটা (১০ জুন তারিখ) যদি বাদও দিই, সভাপতি আমাকে সব সময়ই বলে এসেছেন, মৌসুম যখন শেষ হবে, সিদ্ধান্ত হবে তোমার, থাকবে না যাবে।' মেসি দাবি করেছেন, এর আগে বার্তোমেউ কখনো নির্দিষ্ট তারিখের কথা বলেননি, 'তিনি কখনো কোনো তারিখ ঠিক করেননি, শেষ পর্যন্ত আমি বু্যরোফ্যাক্স পাঠিয়েছি আনুষ্ঠানিকভাবে এটা জানাতে যে, আমি আর থাকছি না। লড়াই শুরু করাটা আমার উদ্দেশ্য ছিল না। কারণ আমি ক্লাবের বিরুদ্ধে কখনো লড়তে চাইনি।'