পুরানো বলে বৈচিত্র্য আনা চ্যালেঞ্জিং: তাসকিন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বলে লালা কিংবা ঘাম ব্যবহারে আইসিসি থেকে নিষিদ্ধ থাকায় ম্যাচে পুরানো বলে বৈচিত্র্য আনাটা হবে চ্যালেঞ্জিং। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তবে আন্তর্জাতিক মঞ্চে বলে লালা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য মিরপুরে অনুশীলন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই স্পিড স্টার। করোনাকালের সময় নিজেকে ফিটনেসের দিক থেকে ভিন্নভাবে আবিষ্কার করেছেন তাসকিন। ছয় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরে তাসকিনের আবির্ভাবটা স্বপ্নিল। চোখ ধাঁধানো বোলিংয়ে সবার দৃষ্টি কেড়েছিলেন। প্রজাপতির মতো এমন ডানা মেলেই উড়ার বার্তা ছিল তাসকিনের ক্রিকেট আকাশে। কিন্তু কোথায় যেন হারিয়ে গেল তাসকিনকে ঘিরে হাজারও সমর্থকের প্রত্যাশা। সর্বশেষ ওয়ানডে তিন বছর আগে আর জাতীয় দলের বাইরে আছেন দুই বছর হলো। ২০ বছরের সেই তাসকিন এখন ২৬ হওয়ার পথে। কখনো নিজের ভুলে আবার কখনো বা ইনজুরির ঈর্ষায় ফর্মে থাকার পরেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ক্রিকেট অধ্যায়ের আঁকাবাঁকা পথে জীবনবোধ অনেককিছুই শিখিয়েছে এই স্পিড স্টারকে। করোনার মাঝে বন্দি জীবনে নিজেই নিজের বন্ধু হয়েছেন। নিজেরে সঙ্গে প্রতিজ্ঞা করেছেন বাংলাদেশ দলে ডাক আসুক আর নাই আসুক। নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন। তাসকিন বলেন, 'মাঝখানে ইনজুরির কারণে পেস একটু কমে গিয়েছিল। এখন ফোকাস করছি, আমার পেস যাতে একটু ভালো থাকে। সেই সঙ্গে বলের অ্যাকুরেসি ও মুভমেন্ট নিয়েও কাজ করছি।' আন্তর্জাতিক ক্রিকেট বোলাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। আইসিসির সিদ্ধান্তগুলো বেশির ভাই বোলারদের বিপক্ষে যাচ্ছে। এই যেমন করোনাভাইরাসের প্রভাবে আইসিসির নতুন নিয়ম বলে লালা কিংবা ঘাম ব্যবহার করা যাবে না। পুরানো বলে বৈচিত্র্য আনতে তাই চ্যালেঞ্জের মুখে পড়বে পেসাররা। তাসিকন আরও বলেন, 'যখন বলটা পুরানো হয়ে যায়; তখন বল রিভার্স সুইং অথবা শাইনিং ক্ষেত্রে লালা বা থুতুর ভালো ভূমিকা ছিল। এখন যেহেতু মহামারি করোনাভাইরাসের কারণে অনেক চেঞ্জ হয়ে গেছে। আশা করি, বলের শাইনিংয়ের ক্ষেত্রে নতুন কিছু বের হবে।'