মুম্বাই-চেন্নাই ম্যাচ দিয়ে শুরু আইপিএল

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের নতুন আসর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিল রোববার এবারের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। ২০ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কিংস এলিভেন পাঞ্জাবের মুখোমুখি হবে দিলিস্ন ক্যাপিটালস। পরদিন একই ভেনু্যতে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ২২ সেপ্টেম্বর আইপিএলের খেলা যাবে আরেক শহর শারজাহতে। সেখানে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। রাতের ম্যাচগুলো শুরু হবে রাত আটটায়। এবার আইপিএলের ২৪ ম্যাচ হবে দুবাইতে, ২০ ম্যাচের ভেনু্য আবুধাবি আর ১২ ম্যাচ হবে শারজাহতে। পেস্ন অফ ও ফাইনালের সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানায় আইপিএল কর্তৃপক্ষ। করোনাভাইরাস মহামারির কারণে এপ্রিলের বদলে আইপিএলের ১৩তম আসর শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ভারতে করোনা মহামারির তীব্রতা অনেক বেশি থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।