সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বার্সার অনুশীলনে ফিরছেন মেসি ক্রীড়া ডেস্ক বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা আরও দুদিন আগেই দিয়েছেন লিওনেল মেসি। তবে এখনো অনুশীলনে যোগ দেওয়া হয়নি তার। তবে আজ থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করবেন তিনি। এমন সংবাদ প্রকাশ হয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে। তবে শর্ত একটাই, এর আগে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষায় পাস করতে হবে তাকে। জানা গেছে, রোববার রাতেই পিসিআর পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে। আর তার পিসিআর পরীক্ষা হবে তার নিজ বাড়িতেই। ফলাফলও জানা যেতে পারে রোববার রাতেই। মেসি না ফিরলেও অনুশীলনে ফিরেছেন ফিলিপে কুতিনহো। বায়ার্ন মিউনিখের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলায় বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে ক্লাবের বেশ কিছু খেলোয়াড় স্পেন জাতীয় দলের ক্যাম্পে থাকায় তাদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোম্যান। শেষ ষোলোয় সেরেনা ক্রীড়া ডেস্ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বদেশি স্স্নোয়ানে স্টিফেন্সকে হারিয়ে ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠেছেন ছয় বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে শনিবার রাতে ৩৮ বছর বয়সি তৃতীয় বাছাই সেরেনা ২৬তম বাছাই স্টিফেন্সকে হারান ২-৬, ৬-২, ৬-২ গেমে। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্স্নাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে থাকা সেরেনা চতুর্থ রাউন্ডে লড়বেন ১৫তম বাছাই গ্রিসের মারিয়া সাকারির বিপক্ষে। গত সপ্তাহে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে তিন সেটের লড়াইয়ে ২৫ বছর বয়সি সাকারির বিপক্ষে হেরেছিলেন সেরেনা। নারী এককে চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন গত সপ্তাহে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন জেতা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলজিয়ামের এলিস মের্টেন্স ও যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। আর পুরুষ এককে যুক্তরাষ্ট্রের জেফরি জন উলফকে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন গতবারের ফাইনালিস্ট দানিল মেদভেদেভ। তৃতীয় বাছাই এই রাশিয়ান শেষ ষোলোয় লড়বেন যুক্তরাষ্ট্রের অবাছাই ফ্র্যাঞ্চেস টিয়াফোর বিপক্ষে। ২০১৪ আসরের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-২, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুই নম্বর বাছাই অস্ট্রিয়ার ডমিনিক টিম। শেষ ষোলোয় তিনবার গ্র্যান্ড স্স্নামের ফাইনালে খেলা টিমের প্রতিপক্ষ কানাডার ফেলিক্স অজি-আলিয়াসিম।