করোনা পরীক্ষার পর ক্রিকেটারদের অনুশীলন

মুশফিক, সৌম্যদের নতুন অভিজ্ঞতা

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাসায় বাসায় গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। সোমবার নিজ বাসায় নমুনা দিচ্ছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান -ওয়েবসাইট
এতদিন করোনাভাইরাসের পরীক্ষার নানা খবর শুনে এসেছেন মুশফিকুর রহিমরা। এবার কোভিড-১৯ পরীক্ষার সরাসরি অভিজ্ঞতা পেলেন তারা। বাসায় বাসায় গিয়ে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য জাতীয় দলের ক্রিকেটারদের নমুনা সংগ্রহের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়ম মেনেই ক্রিকেটারদের বাসায় বাসায় গিয়ে করোনা টেস্টের জন্য স্যাম্পল নিয়ে আসছে করোনা যোদ্ধারা। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানান, বাসায় বাসায় গিয়ে সোমবার মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ রয়েছেন। শ্রীলংকা সফরের জন্য নির্বাচকদের ভাবনায় যারা আছেন, কেবল তারাই এর অংশ। এমনিতে শ্রীলংকা সফরের জন্য জাতীয় দল ও এইচপি দলের ক্রিকেটারদের তিন দফা করোনা পরীক্ষা করার কথা আছে। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন চলাকালীন সংক্রমণ ভীতি তৈরি হওয়ায় পরীক্ষার সংখ্যা বেড়েছে। নিজ বাসায় নমুনা সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কয়েকজন ক্রিকেটারও। সোমবার প্রথম ধাপে কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছেন মুশফিকুর রহিম। ফেসবুক পেজে সেটির ছবিও পোস্ট করেছেন তিনি। শিরোনামে লিখেছেন, 'নতুন অভিজ্ঞতা, আমাদের জন্য দোয়া করবেন।' ওপেনার সৌম্য সরকার লিখেছেন, 'টেস্ট সম্পন্ন, আশা করছি ফলাফল নেগেটিভ আসবে।' চলতি মাসের শেষদিকে শ্রীলংকায় তিন টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এই সফর ঠিকভাবে সম্পন্ন করতে বাড়তি সতর্ক বিসিবি। শ্রীলংকাগামী বিমানে ওঠার আগে মোট চারবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। প্রতিটি পরীক্ষার ফলই পাওয়া যাবে ২৪ ঘণ্টার মধ্যে। কয়েকজন সাপোর্ট স্টাফের উপসর্গ দেখা দেওয়া ও এক ট্রেনারের করোনাভাইরাসে আক্রান্তের পর মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ করা হয়েছিল গত বৃহস্পতিবার থেকে। এবার ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ফলাফলের ভিত্তিতে বুধবার থেকে শুরু হবে সেই অনুশীলন। মিরপুরে অনুশীলন বন্ধ থাকলেও ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া, রাজশাহী ও রংপুরে ক্রিকেটারদের অনুশীলন চলছে। গত ঈদুল আজহার আগে থেকে মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার শুরু করেন ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন। ঈদের ছুটির পর তাতে যোগ দেন মাহমুদউলস্নাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাসসহ শীর্ষ ক্রিকেটাররা। মিরপুরে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর। হোটেলে ওঠার আগে খেলোয়াড়, কোচিং এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে ১৮ সেপ্টেম্বর। তৃতীয়বার টেস্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে হোটেলে ওঠার পর, ২১ সেপ্টেম্বর। শেষ টেস্ট হবে ২৫ সেপ্টেম্বর। প্রতিটি ধাপে টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া ক্রিকেটাররা অনুশীলন, ক্যাম্প ও শ্রীলংকা যাওয়ার সুযোগ পাবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছিলেন ১৮ সেপ্টেম্বর টাইগারদের করোনা টেস্ট করা হবে। যাদের নেগেটিভ রিপোর্ট আসবে, কেবল তারাই আবাসিক ক্যাম্পে যোগ দেবেন এবং শুরু করবেন আনুষ্ঠানিক অনুশীলন। বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় দল শ্রীলংকা সফরে যাওয়ার অন্তত দুই সপ্তাহ আগেই মুশফিক-তামিম-মুমিনুলদের অবস্থা জানতে চায় বোর্ড। যেন কারও পজিটিভ হলে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সুযোগ পান টাইগার ক্রিকেটাররা। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলোচনা করে শিগগিরই ঘোষণা করা হবে শ্রীলংকা সফরের দল। দেশে কয়েকদিন অনুশীলন করে এই মাসের শেষদিকে শ্রীলংকা যাওয়ার কথা বাংলাদেশ দলের।