বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
উয়েফা নেশন্স লিগ

ফাতির রেকর্ড, স্পেনের বড় জয়

ক্রীড়া ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ছোট্ট ক্যারিয়ারের স্বপ্নময় পথচলায় আরও এক বড় কীর্তি গড়লেন আনসু ফাতি। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। মাদ্রিদে রোববার রাতে উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে স্পেনের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের তৃতীয় গোলটি করে ইতিহাসে জায়গা করে নেন ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে গোল করে তিনি ভেঙেছেন ৯৫ বছরের পুরানো রেকর্ড। এতদিন রেকর্ডটা ছিল হুয়ান এরাজকিনের। ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেছিলেন তিনি। রাতের আরেক ম্যাচে আবারও হোঁচট খেয়েছে জার্মানি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

আগের ম্যাচে জার্মানির বিপক্ষে বদলি নেমে স্পেনের জার্সিতে অভিষেক হয় ফাতির। রোববার ইউক্রেনের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েই দারুণ এক কীর্তি গড়েন তিনি। সবচেয়ে কম বয়সি হিসেবে নেশন্স লিগে শুরুর একাদশে খেলতে নামার রেকর্ড এখন তার। ম্যাচের ৩২তম মিনিটে গোল করে প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়সি গোলদাতাও এখন তিনি। ফাতির রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে গত বছর থেকে, বার্সেলোনার মূল দলে অভিষেক মৌসুমে। দলটির হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন গত বছরের আগস্টে। এমনকি উয়েফা চাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি।

স্পট কিক থেকে যার স্কোরটি করেছেন সার্জিও রামোস। এরপর ফাতি বেশ কয়েক বার আক্রমণ শাণিয়েছিলেন ঠিকই। কিন্তু তার গোলের চেষ্টাগুলো জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে ২৯ মিনিটে আবারও হেড করে ব্যবধান বাড়িয়ে নেন রামোস। তার ৩ মিনিট পর অবশেষে গোলের দেখা পান ফাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<111305 and publish = 1 order by id desc limit 3' at line 1