মদ্রিচকে অভিনন্দন জানিয়েছেন রোনালদো

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফার বষের্সরা খেলোয়াড়ের পুরস্কারটা পাচ্ছেন নাÑ এমন খবরটা আগেই পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে রাগে-দুঃখে-ক্ষোভে জুভেন্টাসের পতুির্গজ যুবরাজ মোনাকোর পুরস্কার বিরতরণী অনুষ্ঠানেই যাননি! তার এই অনুষ্ঠানে না যাওয়া নিয়ে নিন্দুকরা অনেক কথাই বলেছে। এমন অভিযোগও করেছে, অনুষ্ঠানে না গিয়ে রোনালদো আসলে বিজয়ী লুকা মদ্রিচ ও তার অজর্নকে খাটো করেছেন। তবে একটু দেরিতে হলেও নিন্দুকদের সেই ভুলটা ভেঙে দিলেন স্বয়ং মদ্রিচ। রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার নিজেই বললেন, তিনি পুরস্কার জেতায় রোনালদো অখুশী নন। বরং পতুির্গজ তারকা ঠিকই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাঠিয়েছেন অভিনন্দন বাতার্। রিয়ালে দীঘর্ সময় কঁাধে কঁাধ মিলিয়ে খেলেছেন রোনালদো-মদ্রিচ। ছিলেন অন্তরঙ্গ বন্ধু। ফলে বন্ধু রোনালদোর কাছ থেকে মদ্রিচের একটা অভিনন্দন পাওনাই ছিল। বৃহস্পতিবার রাতে আন্তজাির্তক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মদ্রিচের ক্রোয়েশিয়া ও রোনালদোর পতুর্গাল। তবে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটাতে খেলেননি রোনালদো। বিশ্রামের কারণে তিনি দলেই ছিলেন না। আর যাই হোক, এই ম্যাচ শেষেই মদ্রিচ বললেন, ‘তার সঙ্গে আমার সম্পকর্টা খুবই ভালো। উয়েফার পুরস্কার জেতার পর সে আমাকে অভিনন্দন বাতার্ পাঠিয়েছে। অভিনন্দন বাতার্য় সে আশা প্রকাশ করেছে, দ্রæতই আমাদের আবার দেখা হবে। সে আমার জন্য খুশি। তার মতে এটা আমার প্রাপ্য ছিল। ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার সম্পকর্টা খুবই ভালো। ভবিষ্যতেও আমাদের সম্পকর্টা একই রকম থাকবে। কোনো কিছুই বদলাবে না। ব্যক্তিগত পুরস্কার অবশ্যই গুরুত্বপূণর্। তবে বন্ধুত্বের সম্পকর্টা আরও বেশি গুরুত্বপূণর্।’ মেসি-রোনালদোর রাজত্বে হানা দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফার বষের্সরা পুরস্কার জিতেছেন। মদ্রিচের সামনে প্রথমবারের মতো ফিফা বষের্সরা পুরস্কার পাওয়ারও হাতছানি। ফিফা পুরস্কারের জন্য ঘোষিত তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রোনালদো ও মোহামেদ সালাহ’র সঙ্গে তিনিও আছেন। ফুটবলবোদ্ধাদের ধারণা, বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং উয়েফা পুরস্কারজয়ী মদ্রিচের হাতেই উঠবে ‘দ্য বেস্ট ফিফা মেনস অ্যাওয়াডর্’।