সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজশাহী কিংসের নতুন কোচ ক্লুজনার ক্রীড়া প্রতিবেদক গত মাচের্ রাজশাহী কিংসের কোচের দায়িত্ব পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। কিন্তু এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারিতে সরে যাওয়ায় কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। ভেট্টরির জায়গায় রাজশাহীর কোচের দায়িত্ব পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। নিজেদের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশের জাতীয় নিবার্চনের কারণে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএলের পরবতীর্ আসর। ৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রæয়ারি শেষ হবে বিপিএলের ষষ্ঠ আসর। প্রায় একই সময়ে চলবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি২০ টুনাের্মন্ট বিগ ব্যাশ লিগ। রাজশাহীর পাশাপাশি একইসঙ্গে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের কোচ হওয়ায় ভেট্টরি বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ান দলটিকেই। কারণ দলটির সঙ্গে লম্বা সময় ধরে চুক্তিতে আছেন সাবেক কিউই অলরাউন্ডার। ‘ভেট্টরি আমাদের সঙ্গে এভাবেই চুক্তি করেছিল যে, বিপিএল আর বিগ ব্যাশের সময়সূচি যদি একই সময় হয়ে যায় তাহলে তাকে বিপিএলে পাওয়া যাবে না। কারণ বিগ ব্যাশের সঙ্গে সে বেশ লম্বা একটা সময় ধরে চুক্তিভুক্ত।’ বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘রাজশাহী কিংস গবের্ল সাথে ‘দ্য জুলু’ ল্যান্স ক্লুজনারকে আগামী মৌসুমের জন্য দলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ক্লুজনার মারমুখী ব্যাটিং ও ফিনিশিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। এক সময় বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার কথা ছিল তার। তিনি সেসময় জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন। দলের তার অন্তভুির্ক্ত সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’ কোহলি না খেলায় সুবিধা দেখছেন হাসান আলী ক্রীড়া ডেস্ক আসন্ন এশিয়া কাপে বিরাট কোহলির অনুপস্থিতি পাকিস্তানের জন্য একটি সুযোগ বলে মন্তব্য করেছেন হাসান আলী। আন্তজাির্তক ক্রিকেট সংস্থা আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি পেসার হাসান আলী বলেন, ‘কোহলি যেভাবে চাপের ভেতর ব্যাট করেন, তাতে তার না থাকাটা আমাদের জন্য একটা সুযোগ। তার জায়গায় যেই আসুক, তার মতো করতে পারবে না।’ কোহলির প্রশংসা করে হাসান বলেন, ‘কোহলির কোনো তুলনা করার প্রয়োজন নেই। তিনি আমার সিনিয়র। কিংবদন্তি। আমি আমার ফিটনেস নিয়ে চিন্তা করছি।’ বিরাট কোহলি দুদার্ন্ত ফমের্ রয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সবাির্ধক রান সংগ্রাহক তিনি। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান চার ম্যাচে ৫৪৪ রান করেছেন। সেঞ্চুরি দুটি, হাফসেঞ্চুরি তিনটি। এমন ফমের্ থেকেও এশিয়া কাপে বিশ্রামে থাকছেন। ভারত-পাকিস্তান ম্যাচ মানে টানটান স্নায়বিক উত্তেজনা। চাপের মুখে নিজের সেরাটা বের করে আনার বিষয়ে দারুণ আত্মবিশ্বাসী হাসান বলেছেন, ‘পঁাচ উইকেট নয়, আমি তাদের সব কটি উইকেট নিতে চাই। ওই ম্যাচে চাপ থাকবে। কিন্তু চাপে আমি নিজের সেরা খেলাটা বের করে আনতে পারি।’ ওয়ানডে র‌্যাংকিংয়ে দ্বিতীয় শীষর্ দল ভারত। আর পাকিস্তানের অবস্থান ৫ নম্বরে। তবু এশিয়া কাপে নিজের দলকেই এগিয়ে রাখছেন এ সংস্করণে র‌্যাংকিংয়ে ৩ নম্বরে থাকা এই বোলার। কারণ হিসেবে বলেছেন গেল বছরের চ্যাম্পিয়ন্স লিগে ভারতের বিপক্ষে জয়।