মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জয়ে মৌসুম শুরু চেলসির

ক্রীড়া ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
Bswjk wcÖwgqvi wj‡M †mvgevi wec¾bK A‡j eªvBU‡bi †MvjiÿK g¨vU ivqvb cÖwZc‡ÿi wU‡gv †fibvi‡K †d‡j w`‡j †cbvwë cvq †Pjwm ÑI‡qemvBU

নতুন মৌসুমে চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের লক্ষ্য শিরোপা। লক্ষ্য এমন হওয়ার পেছনে কারণও আছে। ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করে টিমো ভেরনার, কাই হাভার্তজ, হাকিম জিয়াচিচ, বেন চিলওয়েলকে দলে ভিড়িয়েছে বস্নুরা। নতুনদের মধ্যে সোমবার রাতে শুধু ভেরনার ও হাভার্তজেরই অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। তাদের অভিষেকের রাতে লিগে জয় দিয়েই যাত্রা শুরু করেছে চেলসি। ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। রাতের আরেক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে উলভারহ্যাম্পটন। নতুন সাইনিং টিমো ভেরনারের কল্যাণেই শুরুতে এগিয়ে যাওয়ার রসদ পায় চেলসি। ২৩ মিনিটে ব্রাইটন গোলপিকার ম্যাট রায়ান বিপজ্জনক অঞ্চলে ফেলে দেন ভেরনারকে। পেনাল্টি পাওয়ার পর স্পট কিক থেকে শুরুর লিড এনে দেন জর্জিনিহোর। খেলার প্রথমার্ধে জর্জিনিহোর গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন লেয়ান্দ্রো ত্রোসার। তবে অল্প সময়ের ব্যবধানে রিস জেমস ও কুর্ত জুমার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় চেলসি। ২০১৯-২০ আসরে এই মাঠ থেকে ১-১ ড্র করে ফিরেছিল চেলসি। এবার আধিপত্য ধরে রেখেই হাসিমুখে মাঠ ছাড়ে চেলসি। ম্যাচের শুরুর দিকে ব্রাইটনের গোল খাওয়ার পেছনে বড় দায় তাদের গোলরক্ষক ম্যাট রায়ানের। তার ভুলের সুযোগে বল পেয়ে দ্রম্নত ডি-বক্সে ঢুকে পড়েন টিমো ভেরনার। তাকে আটকাতে একরকম বাধ্য হয়েই ফাউল করেন অস্ট্রেলিয়ান এই গোলরক্ষক। ২৩তম মিনিটে নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন জর্জিনিহো। ৩৬ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় ব্রাইটনের স্টিভেন আলসাতে। দুজনকে পেছনে ফেলে কলম্বিয়ার এই ফরোয়ার্ডের জোরালো শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক কেপা আরিসাবালাগা। আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল চেলসির হয়ে প্রথম খেলতে নামা ভেরনার। তবে জার্মান ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন রায়ান। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়াম ফরোয়ার্ড ত্রোসার। তবে তাদের স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরই জেমসের দারুণ নৈপুণ্যে ফের এগিয়ে যায় চেলসি। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান ২০ বছর বয়সি এই ইংলিশ ডিফেন্ডার। ৬৬ মিনিটে সৌভাগ্যসূচক গোলে ব্যবধান বাড়ায় চেলসি। কর্নারে ফরাসি ডিফেন্ডার জুমার নিচু শট ঠেকাতে পা বাড়ান ব্রাইটনের সেন্টার-ব্যাক অ্যাডাম ওয়েবস্টার, উল্টো বল তারে পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে