নারী ফুটবলারদের স্বপ্ন পূরণে বাধা

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে ব্যস্ত ঠাকুরগাঁওয়ে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়রা -সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে নারী ফুটবল দলের খেলোয়াড়রা করোনাকালেও শরীরের ফিটনেস ধরে রাখতে চালিয়ে যাচ্ছেন নিয়মিত অনুশীলন। নারী হয়ে ফুটবল খেলায় একসময় সমাজের লোকজন বাঁকা চোখে দেখলেও এখন তারাই হয়ে উঠেছেন জেলার জনপ্রিয় খেলোয়াড়। তবে আর্থিক অনটনের কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সরকারের সহযোগিতা পেলে জাতীয়ভাবে আরও ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভোর হলেই অনুশীলন শুরু নারী ফুটবলারদের। আর্থিক অনটন জীবনসঙ্গী, তারপরও স্বপ্ন পূরণের কমতি নেই। পুরুষ খেলোয়াড়রা সাহস না পেলেও অজপাড়াগাঁয়ে থেকেই জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে এই করোনাকালেও চলছে আপ্রাণ চেষ্টা। জেলার সীমান্তবর্তী উপজেলা রাণীশংকৈলের নারীদের নিয়ে ২০১৪ সালে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি নামে একটি দল গঠন করেন স্থানীয় কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম। এরপর থেকে ধীরে ধীরে দলটিতে বাড়তে থাকে খেলোয়াড়ের সংখ্যা। স্থানীয় খেলায় অংশগ্রহণের পর ভালো করায় জাতীয় পর্যায়েও খেলার সুযোগ পান। ইতোমধ্যে ৬ জন জাতীয় দলে ও ৮ জন বিকেএসপিতে নিয়মিত খেলছেন। এ ধারাবাহিকতা ধরে রাখতে পিছু হটেননি তারা। করোনাকালেও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন মাঠে। তবে আর্থিক অনটনের কারণে অসহায়ত্ব বোধ করছেন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। নারী ফুটবলাররা বলেন, 'আমরা কোনো বাধাতেই আটকে থাকতে চাই না। আমরা চেষ্টা করব জাতীয় দলের হয়ে খেলতে। আরও এগিয়ে যেতে।' অধ্যক্ষ ও ফুটবল একাডেমির পরিচালকের পাশাপাশি কোচও সাধ্যমতো চেষ্টা করছেন। আর্থিক সহায়তা পেলে দলটিকে আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তারা। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, 'রাষ্ট্রীয়ভাবে সহায়তা তেমন পাইনি। করোনাকালে সামান্য কিছু সাহায্য পেয়েছি জেলা পরিষদের কাছে। সহায়তা বাড়ানোর প্রত্যাশা করছি।' রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম বলেন, 'এখানকার মেয়েরা ভালো ফুটবল খেলে। কয়েকটি দল আছে এখানে। তবে আমরা পর্যাপ্ত সহায়তা পাই না। আশা করছি এই মেয়েদের দিকে সরকার সুনজর দিবে।' রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিতে বর্তমানে অনূর্ধ্ব-৮ থেকে ২০ বছর পর্যন্ত ৫৫ জন খেলোয়াড় রয়েছে।