ফুটবলের নতুন মৌসুম শুরু ডিসেম্বরে!

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম (২০২০-২১) ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া ফুটবলারদের গত মৌসুমের শতভাগ ও নতুন মৌসুমে ২৫ শতাংশ পারিশ্রমিক দিতে রাজি হয়েছে ক্লাবগুলো। বেশির ভাগ ক্লাব চার বিদেশি মাঠে রাখার পক্ষে। বৃহস্পতিবার সভা শেষে এসব তথ্য জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তবে সভা শেষে এবারও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি লিগ কমিটি। তবে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেছেন, 'বিদেশী খেলোয়াড়ের ব্যাপারে ১৩ ক্লাবের মধ্যে সিংহভাগ ক্লাব মতামত দিয়েছে বিদেশি খেলোয়াড় রাখার ব্যাপারে। গতবার বাইলজে ছিল ৫ জন রেজিস্ট্রেশন। মাঠে খেলবে চারজন। সেক্ষেত্রে আমরা এ বছর প্রস্তাব রেখেছি ৪ জন রেজিস্ট্র্রেশন করবে, ৪ জন খেলবে।' ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে ২০২০-২১ মৌসুম। ফুটবলাররা গত মৌসুমে যে পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবারের নতুন মৌসুমে তার ৫০ শতাংশ চেয়েছিলেন। কিন্তু ক্লাবগুলো এর আগে ২০ ভাগ দিতে রাজি হয়েছিল। এবার তারা ২৫ ভাগ পর্যন্ত দিতে রাজি হয়েছে।