সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সাবেক ক্রিকেটার ফারুক আর নেই ক্রীড়া প্রতিবেদক সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক ম্যানেজার ও বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য এ এস এম ফারুক মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মাত্র তিন দিন আগে মারা গেছেন ফারুকের ছোট বোনের জামাতা বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম। সেই শোক ভোলার আগেই নিজেও পাড়ি দিলেন না ফেরার দেশে। তিনি মোহামেডানের সাবেক অধিনায়কের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা বিজয়ী হয় ঐতিহ্যবাহী মোহামেডান। ১৯৭৭ সালের জানুয়ারিতে ঢাকায় এমসিসির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সে ম্যাচে খেলেছিলেন ফারুক। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফারুক। দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার ক্রীড়া ডেস্ক অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের উত্তাপ ছড়ানো ম্যাচের রেশ এখনো কাটেনি। ম্যাচের শেষ দিকে মারামারির মতো অবস্থা তৈরি হওয়ায় পাঁচ খেলোয়াড় দেখেছিলেন লাল কার্ড। যার মধ্যে ছিলেন নেইমারও। শাস্তি হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন নেইমারের সতীর্থ লেভিন কুরজাওয়া। পিএসজি ডিফেন্ডার নিষিদ্ধ হন ৬ ম্যাচ। তবে প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বর্ণবাদী মন্ত্যব্যের যে অভিযোগ এনেছেন, তার তদন্ত করার ঘোষণা দিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। মার্সেই ম্যাচে দলটির ডিফেন্ডার আলভারো গনসালেসের মাথায় আঘাত করে লাল কার্ড দেখেন নেইমার। এতে মেসির বিপক্ষে বুধবার রাতের ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওই ম্যাচের সঙ্গে আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা শাস্তি পেয়েছেন তিনি। তবে শাস্তি বেশি পেয়েছেন নেইমারের সতীর্থ কুরজাওয়া। ছয় ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পিএসজি ডিফেন্ডারের। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির আরেক খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস। ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রীড়া ডেস্ক ইনিংসের প্রথম দুই বলেই উইকেট হারিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। পরে তা সামলে দারণ সেঞ্চুরিতে দলকে টানেন জনি বেয়ারস্টো, শেষটায় ক্রিস ওকসের ফিফটি তাদের নিয়ে যায় তিনশ ছাড়িয়ে। বড় লক্ষ্যে খেলতে নেমে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ওই অবস্থা থেকে দুইশ রানের জুটিতে ম্যাচ জিতিয়েছেন গেস্নন ম্যাক্সওয়েল আর অ্যালেক্স ক্যারি, সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে সিরিজনির্ধারণী ম্যাচে ২ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ক্যারি ১১৪ বলে ১০৬ আর ম্যাক্সওয়েল ৯০ বলে করেন ১০৮ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জিতেছে ২-১ ব্যবধানে। দুই বল বাকি থাকতে ৩০৩ রানের লক্ষ্য স্পর্শ করে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে অস্ট্রেলিয়ার প্রথম দুইশ রানের জুটিতে ম্যাচের ভাগ্য গড়ে দেন ম্যাক্সওয়েল ও ক্যারি। ভাগ্যকে পাশে পাওয়া দুই ব্যাটসম্যানই পেয়েছেন সেঞ্চুরির দেখা; ম্যাক্সওয়েলের দ্বিতীয়, ক্যারির প্রথম। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড : ৫০ ওভারে ৩০২/৭ (বেয়ারস্টো ১১২, বিলিংস ৫৭, ওয়াক্স ৫৩*, জাম্পা ৩/৫১, স্টার্ক ৩/৭৪)। অস্ট্রেলিয়া : ৪৯.৪ ওভারে ৩০৫/৭ (ম্যাক্সওয়েল ১০৮, ক্যারি ১০৬, ওয়ার্নার ২৪, ওয়াক্স ২/৪৬, রুট ২/৪৬)। ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী সিরিজ : ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী ম্যাচ ও সিরিজসেরা : গেস্নন ম্যাক্সওয়েল