প্রস্তুতি নিয়ে রাখছে বিসিবি

আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে চাই। একই সময়ে আমরা শ্রীলংকার পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছি। -আকরাম খান

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকা সফর সামনে রেখে করোনার ঝুঁকি নিয়েও মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি ও ক্রিকেটাররা তাকিয়ে আছে আয়োজক দেশটির দিকে -বিসিবি
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। তবে যেকোনো অবস্থায় দল যেন প্রস্তুত থাকতে পারে সে লক্ষ্যে গতকাল শুক্রবার পুনরায় জিওপ্রাপ্ত (সরকারি আদেশ) ২৭ জন ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা সতর্কতার অংশ হিসেবে শ্রীলংকা সফরে গেলে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত এই কারণেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা পরীক্ষার বিষয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে চাই। একই সময়ে আমরা শ্রীলংকার পক্ষ থেকে জবাবের অপেক্ষায় আছি।' আগামী দুই দিনের মধ্যেই টাইগারদের আসন্ন সফর নিয়ে শ্রীলংকা তাদের সিদ্ধান্ত দেবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা পরিষ্কার করেছি, কোয়ারেন্টিন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়।' জালাল ইউনুস আরও বলেন, 'আমরা এখন শ্রীলংকার জবাবের অপেক্ষায় আছি। শ্রীলংকা তাদের সিদ্ধান্ত জানাবে। তবে এটি যেহেতু তাদের জাতীয় ইসু্য, তাই শ্রীলংকা ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনারা জানেন, তাদের টাস্কফোর্স রয়েছে, তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে। তাই দ্রম্নত জবাব দেওয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করতে পারি না। আমরা তাদের জবাবের জন্য অপেক্ষা করছি। আশা করছি, আগামী দুই-তিনদিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাব।' তিনি বলেন, 'শ্রীলংকা যাই করুন না কেন, বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক। আমরা প্রস্তুত। আমাদের যেমন প্রয়োজন, সেভাবেই প্রস্তুতি নিয়েছি। যদি কোনো ইতিবাচক উত্তর আসে, তবে এক সপ্তাহের মধ্যে সব আনুষ্ঠানিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। তবে তারা জবাব দিতে সময়ক্ষেপণ করলেই সমস্যা বাড়বে।' এরই মধ্যে শ্রীলংকা সফরের জন্য নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিসিবি। লংকান সফরে সাত দিনের কোয়ারেন্টিন এবং কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনও করার অনুমতি চান জাতীয় দলের ক্রিকেটাররা। এমন শর্তে শ্রীলংকা রাজি না হলে সফর হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। গেল মার্চ থেকেই ক্রিকেট থেকে দূরে রয়েছে বাংলাদেশ। আসন্ন সিরিজে ভালো পারফরম্যান্স করতে শ্রীলংকায় প্রস্তুতি ক্যাম্প করতে চেয়েছিল টাইগাররা। কিন্তু করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা শ্রীলংকা বাংলাদেশকে তেমন সুযোগ দিতে চায় না। শ্রীলংকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, খেলোয়াড়-অফিসিয়ালদের হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এ সময় হোটেলের রুম থেকে বের হতে পারবেন না তারা। যদি শ্রীলংকার কোভিড-১৯ প্রোটোকল গ্রহণ করে বাংলাদেশ, তবে সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে না টাইগাররা। এসবের পাশাপাশি কোভিড-১৯ প্রটোকলের কারণে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচের জন্য কোনো দলকেও দিতে রাজি নয় তারা। ফলে শ্রীলংকা তাদের কোভিড-১৯ প্রোটোকল পরিবর্তন না করলে সফর নিয়ে কোনো সম্ভাবনা দেখছে না বাংলাদেশ। তবে এখনো বাংলাদেশ প্রস্তুত থাকছে এবং সিরিজের পরিকল্পনার অংশ হিসেবেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হচ্ছে। এ কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন করবে না টাইগার ক্রিকেটাররা।