ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না ওসাকা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০২০ ইউএস ওপেনজয়ী জাপানের নাওমি ওসাকা -ওয়েবসাইট
ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন ২০২০ ইউএস ওপেনজয়ী জাপানের নাওমি ওসাকা। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটারে তিনি এ সিদ্ধান্ত জানান। কিছুদিন ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন নাওমি। আর ইউএস ওপেন ফাইনাল চলাকালে ইনজুরির কবলে আবারও পড়তে হয় তাকে। যার কারণে ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন না বলে জানান ২২ বছর বয়সি এ টেনিস তারকা। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেন। তবে ফ্রেঞ্চ ওপেনে তেমন সাফল্য নেই তার। ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতা ওসাকা রোলাঁ গারোতে কখনোই তৃতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি। এর আগে ইনজুরি নিয়েও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে চলতি বছরের ইউএস ওপেনের ট্রফি জেতেন নাওমি। ওসাকা বিবৃতিতে জানিয়েছেন, 'ফ্রেঞ্চ ওপেনে এবার আমি খেলতে পারছি না। আমার হ্যামস্ট্রিংয়ের ব্যথাটা এখনো রয়ে যাওয়ায় ক্লে কোর্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাব না।' ওসাকা অবশ্য বিবৃতিতে আরও বলেছেন, ইউএস ওপেন আর ফ্রেঞ্চ ওপেন খুব বেশি কাছাকাছি সময়ে হয়ে গেছে। করোনার কারণে দুটি টুর্নামেন্ট পাশাপাশি হওয়াতে অনেকেই উদ্বেগ জানিয়েছিলেন আগে। ওসাকাও বলেছেন, 'দুটি টুর্নামেন্টই আমার জন্য খুব বেশি কাছাকাছি হয়ে গেছে।'